নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের সভা থেকে রুবেলকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ

জরুরি সভায় সিংড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা। ছবি : কালবেলা
জরুরি সভায় সিংড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা। ছবি : কালবেলা

নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের জরুরি সভার শেষে চেয়ারম্যান পদপ্রার্থী দলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেলকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে দলের এক জরুরি সভা থেকে এই নির্দেশনা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে এই জরুরি সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিনিয়র সহসভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনসহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। ইতোপূর্বে প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের নির্দেশে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে কেন তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে না- মর্মে ২২ এপ্রিলের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

এ ছাড়াও সভায় স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের যে সকল নেতাকর্মী ১৫ এপ্রিল চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে মারধর এবং অপহরণের সঙ্গে জড়িত ছিল তাদের সংগঠন থেকে বহিষ্কারের পরামর্শ দিয়ে জেলা নেতাদের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

অভিযুক্ত চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবিব রুবেল জানান, আমাকে দলের সভাপতি অ্যাডভোকেট অহিদুর রহমান শেখ ফোনে আজকের জরুরি সভার সিদ্ধান্ত জানিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত নিয়ে আমার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানিয়ে দেব বলে তাদের জানিয়েছি।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করায় দেলোয়ার হোসেন পাশা এবং তার দুই সহযোগীকে অপহরণ ও মারধর করে বাড়িতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় দেলোয়ার হোসেন পাশার ভাই মুজিবুর রহমান বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, লুৎফুল হাবিব রুবেলের সহযোগীরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার দুজন আসামি স্বীকার করেছে যে, রুবেলের নির্দেশেই তারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে মাত্র তিনটি বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

কীভাবে শরীর নিজে থেকেই ডিটক্স হয় জেনে নিন

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

দেশের বাইরে পড়াশোনার জন্য ফেসবুক যেভাবে ব্যবহার করবেন

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

শীতকালে বাংলাদেশের ভ্রমণের জন্য ৫ সেরা জায়গা

বিসিবির মেইলের জবাব দিল আইসিসি, যা আছে সেই মেইলে

কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

১০

এবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

১১

ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে

১২

মন ভালো রাখতে বিজ্ঞানসম্মত ৯ উপায়

১৩

ভরাট করা পুকুর উদ্ধার করল প্রশাসন

১৪

পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার

১৫

আগুনে ঘি ঢালল ভারত, দুঃসংবাদ বাংলাদেশি ক্রিকেটারদের

১৬

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

১৭

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

১৮

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

২০
X