নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের সভা থেকে রুবেলকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ

জরুরি সভায় সিংড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা। ছবি : কালবেলা
জরুরি সভায় সিংড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা। ছবি : কালবেলা

নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের জরুরি সভার শেষে চেয়ারম্যান পদপ্রার্থী দলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেলকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে দলের এক জরুরি সভা থেকে এই নির্দেশনা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে এই জরুরি সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিনিয়র সহসভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনসহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। ইতোপূর্বে প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের নির্দেশে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে কেন তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে না- মর্মে ২২ এপ্রিলের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

এ ছাড়াও সভায় স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের যে সকল নেতাকর্মী ১৫ এপ্রিল চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে মারধর এবং অপহরণের সঙ্গে জড়িত ছিল তাদের সংগঠন থেকে বহিষ্কারের পরামর্শ দিয়ে জেলা নেতাদের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

অভিযুক্ত চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবিব রুবেল জানান, আমাকে দলের সভাপতি অ্যাডভোকেট অহিদুর রহমান শেখ ফোনে আজকের জরুরি সভার সিদ্ধান্ত জানিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত নিয়ে আমার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানিয়ে দেব বলে তাদের জানিয়েছি।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করায় দেলোয়ার হোসেন পাশা এবং তার দুই সহযোগীকে অপহরণ ও মারধর করে বাড়িতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় দেলোয়ার হোসেন পাশার ভাই মুজিবুর রহমান বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, লুৎফুল হাবিব রুবেলের সহযোগীরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার দুজন আসামি স্বীকার করেছে যে, রুবেলের নির্দেশেই তারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা

হঠাৎ কেন বাড়ছে ট্রেন দুর্ঘটনা?

দুর্বৃত্তের ছুরিকাঘাতে সবজি বিক্রেতা খুন

উপজেলা নির্বাচনে অংশ না নিলেও প্রার্থীদের সমর্থন জানাবে বিএসপি

সকাল ৯টার মধ্যে ঝড়ের শঙ্কা

সিএনজি ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টার উড়িয়ে কনের বাড়িতে বর

খুলনা বিশ্ববিদ্যালয়ে উড়ল রং-বেরঙের ঘুড়ি

১০

যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের এক সপ্তাহের আল্টিমেটাম ইসরায়েলের

১১

বাবার কোলে চিরনিদ্রায় সেই পেট জোড়া লাগানো জমজ শিশু

১২

‘চাঁদপুরের ইলিশ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তাই আমিও পছন্দ করি’

১৩

ভুয়া নিয়োগপত্রে কোটি টাকা হাতিয়ে নেন শিবলু, অতঃপর...

১৪

গাজায় ‘জয়ী’ হতে না পেরে অন্যত্র দৃষ্টি ইসরায়েলের

১৫

শুভ্রতার প্রতীক মুন্সীগঞ্জের গজারিয়ার আট মিনারবিশিষ্ট নান্দনিক মসজিদ

১৬

হাসপাতাল নয়, যেন তেলাপোকার বসতঘর

১৭

বঙ্গবন্ধু কন্যাকে নৌকাখচিত চেয়ার উপহার দিতে চান হিরু কারিগর

১৮

যবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ৭২ ঘণ্টার মধ্যেই ফল

১৯

‘রোহিঙ্গা গণহত্যা মামলা প‌রিচালনার তহ‌বি‌ল অপর্যাপ্ত’

২০
*/ ?>
X