সাতক্ষীরার আশাশুনিতে এক কবিরাজের খপ্পরে পড়ে আবারও নিঃস্ব হলেন দুই দিনমজুর। এ ঘটনায় অসহায় দিনমজুরেরা থানায় পৃথক মামলা করেছেন। জানা যায়, ওই কবিরাজ একজন ভণ্ড ও প্রতারক।
অভিযুক্ত ওই কবিরাজের নাম আনজুয়ারা। ভুক্তভোগী দিনমজুর সোদকনা গ্রামের মৃত শেখ আবুল কাশেমের ছেলে আছান শেখ ও একই গ্রামের ভরত তরফদারের ছেলে সাধন তরফদার।
পৃথক মামলা সূত্রে জানা গেছে, ৫ মাস পূর্বে আছান শেখের স্ত্রী হোসনে আরা খাতুন বাড়ি থেকে চলে যান। অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে লোক মারফত ওই কবিরাজের কথা জানতে পারেন। বিষয়টি নিয়ে কবিরাজের কাছে গেলে সে তার স্ত্রীকে ফিরিয়ে এনে দেওয়ার নাম করে নগদ ১২ হাজার টাকা এবং একটি ছাগল বাবদ ১২ হাজার টাকা হাতিয়ে নেন। নির্দিষ্ট সময়ের মধ্যে স্ত্রীকে ফিরে না পেয়ে ওই কবিরাজের কাছে গেলে সে নানাভাবে তালবাহানা করতে থাকে।
কিছুদিন পর সে জানতে পারে, ওই কবিরাজ একজন ভণ্ড ও প্রতারক। এ ছাড়া সাধন তরফদারের মেয়ে স্বামীর ঘরে যেতে না চাওয়ায় সে উল্লেখিত ভণ্ড কবিরাজ আনজুয়ারার শরণাপন্ন হন। সাধন তরফদারের সরলতার সুযোগে কবিরাজ একইভাবে তার কাছ থেকে দুই দফায় ১৮ হাজার টাকা হাতিয়ে নেন। কিছুদিন পর সেও জানতে পারে সে প্রতারণার শিকার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ভণ্ড কবিরাজের বিরুদ্ধে প্রতারণার শত শত অভিযোগ আছে।
আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার জানান, এ সংক্রান্ত দুটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন