সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০২:৩২ এএম
অনলাইন সংস্করণ

পদ্মায় চলছে রেণু পোনা নিধনের মহোৎসব

পদ্মায় অবাধে চলছে রেণু পোনা নিধন। ছবি : কালবেলা
পদ্মায় অবাধে চলছে রেণু পোনা নিধন। ছবি : কালবেলা

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে এ মৌসুমে নতুন পানিতে মাছ বংশ বিস্তারের জন্য ডিম ও রেণু পোনা ছেড়ে থাকে। এ সুযোগে স্থানীয় কিছু অসাধু জেলে মৎস্য নিধনের মহোৎসবে মেতে উঠেছে। তারা পদ্মার পাড়জুড়ে পানির মধ্যে শত শত বাঁশ পুতে চায়না দুয়ারী, মশারি জাল, বেড়জাল, কারেন্ট জাল ও ডিম জালের ফাঁদে ফেলে মাছ নিধন চলছে।

সরেজমিনে পদ্মা পারের এলাকায় গিয়ে জানা যায়, চলতি মৌসুমে উপজেলা পদ্মা নদীতে জোয়ারের পানি আসার সঙ্গে সঙ্গে পদ্মা পাড়ের এলাকাজুড়ে শত শত বাঁশ পুতে দুই বাঁশের সংযোগ জলমহলে ফেলে রাখা হচ্ছে বিশাল বিশাল আকৃতির চায়না দুয়ারী। প্রতিটি চায়না দুয়ারী ৫০/৬০ হাজার টাকা দরে কিনে এনে অসাধু জেলেরা এ কাজ করছে। দুয়ারীতে ছোট বড় মাছ, রেণু পোনা, এমনকি মাছের ডিমও আটকা পড়ছে। জেলেরা জানায়, প্রতিটি বেড়জাল ও ট্রলার তৈরি করতে ৮-১০ লাখ টাকা খরচ হয়েছে। সবকিকছুই মালিকের, আমরা শুধু লেবারের মতো মাছ ধরার কাজ করি। তাই প্রতিদিন ভোরে বিক্রিত মাছের শতকরা ৬০ ভাগ আমরা জেলেরা নিই এবং বাকি ৪০ ভাগ টাকা আড়ৎদারদের দিয়ে আসি।

পদ্মা নদীর দিয়ারা গোপালপুর মৌজা, চর কল্যানপুর মৌজা, চর কালকিনিপুর, চর তাহেরপুর, চর মির্জাপুর, চর শালেপুর, উত্তর শালেপুর, ভাটি শালেপুর, চর হাজীগঞ্জ মৌজা, চর মোহনমিয়া, মাঝিকান্দি, চরহরিরামপুর, চর ঝাউকান্দা, চর হোসেনপুর, জাকেরের সুরা মৌজা, টিলারচর মৌজা, মাথাভাঙ্গা ও চর মঈনট মৌজার বিশাল বিশাল জলমহলে দিন-রাত নিষিদ্ধ জাল দিয়ে চালানো হচ্ছে মাছ নিধনের এ মহোৎসব।

প্রতিদিন পদ্মা নদীর এসব এলাকা থেকে মাছ ধরে এনে জেলেরা উপজেলার চর মঈনট ঘাটের ২০টি আড়তে, চরহাজীগঞ্জ বাজারে চারটি আড়তে মৌলভীরচর বাজারে দুটি, আমিন খার হাটে তিনটি, মাসুদ খার হাটে দুটি ও আ. হাই খান হাটে দুটিসহ প্রায় ৩৫টি আড়তে সরবরাহ করেন।

চরভদ্রাসন উপজেলা মৎস্য দপ্তরের দায়িত্বে থাকা সদরপুর উপজেলা মৎস্য অফিসার এসএম জাহাঙ্গীর কবির বলেন, আমি পার্শ্ববর্তী সদরপুর উপজেলা মৎস্য অফিসার হিসেবে আছি। আমাকে চরভদ্রাসন উপজেলায় অতিরিক্ত দায়িত্ব দেওয়ার পর মাত্র একদিন আমি অফিসে গিয়েছি। আমি চরভদ্রাসন উপজেলার সব এলাকা চিনিও না। তবে খোঁজ খবর নিয়ে পদ্মা নদীতে অভিযান পরিচালনার ব্যাবস্থা নেব।

এ বিষয় ফরিদপুর জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার বলেন, নদীতে পানি আসতে শুরু করায় অবৈধ জালগুলোর ব্যবহার বাড়ছে। অবৈধ চায়না জাল বন্ধে বিভিন্ন প্রচার করা হচ্ছে। এছাড়া এর আগে মাঝেমধ্যে অভিযান পরিচালনা করা হয়েছে, কিন্তু চরভদ্রাসন উপজেলা মৎস্য অফিসার ট্রেনিংয়ে থাকার কারণে গত কয়েকমাসে অভিযান কম হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবহিত করা হয়েছে যেন নদীতে অবৈধ জাল ব্যবহার না করা হয়। এই জালে ছোট-বড় সব মাছই ধরা পড়ে। বিশেষ করে দেশীয় প্রজাতির মাছগুলো বেশি আটকায় জালে। এটি জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১০

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১১

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১২

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৩

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৬

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৭

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

১৮

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

১৯

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

২০
X