রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

সাজেকে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ সেই ছোট্ট রোমিওর মৃত্যু

সাজেক ভ্যালি। ছবি : সংগৃহীত
সাজেক ভ্যালি। ছবি : সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুই আঞ্চলিক দলের মধ্যকার গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ শিশু রোমিও ত্রিপুরার (৭) মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল থেকে অপর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই শিশুটির মৃত্যু হয়। এর আগে ১১ ফেব্রুয়ারি সাজেক ইউনিয়নের মালেংপাড়া ও গন্ডাছড়া এলাকায় দুই আঞ্চলিক দলের মধ্যকার গোলাগুলির ঘটনায় তলপেটে গুলিবিদ্ধ হয় সে। এরপর থেকে টানা ৩ মাস যাবৎ চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছিল শিশুটি।

রোমিও ত্রিপুরার বাবা প্রবেন ত্রিপুরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক শিশু রোমিওকে সোমবার রাত ১১টার দিকে পিআইসিইউতে রেফার করেন। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পিআইসিইউতে কোনো সিট খালি ছিল না। তাই সেখানে থেকে অ্যাম্বুলেন্সযোগে ডেন্টাল হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসক জানায় শিশুটির লাইফ সাপোর্ট লাগবে। কিন্তু ডেন্টাল হাসপাতালে লাইফ সাপোর্ট না থাকায় সেখানে থেকে এশিয়ান হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই রোমিও মৃত্যু হয়।

কান্নাজড়িত কণ্ঠে রোমিও ত্রিপুরার বাবা বলেন, আমার সন্তানের মতো যেন আর কারও সন্তানের এমন করুণ মৃত্যু না হয়। পাহাড়ে এমন গোলাগুলি বন্ধেরও জোর দাবি করেন তিনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার শিশু রোমিও ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সাজেক ইউনিয়নের মালেংপাড়া ও গন্ডাছড়া এলাকায় দুই আঞ্চলিক দলের মধ্যকার গোলাগুলির ঘটনায় রোমিও ত্রিপুরা তলপেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়। পরে বিজিবি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সাজেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। পরে রাঙামাটি জেলা প্রশাসক, খাগড়াছড়ি জেলা পরিষদ ও খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক অনুদানে দীর্ঘ ৩ মাস চট্টগ্রাম মেডিকেলে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের তত্ত্বাবধানে রোমিও ত্রিপুরার চিকিৎসা চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন, তারিখ ঘোষণা

চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ড. আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে : ড্যাব

রাকসু নির্বাচন / ভোটারের ৩৯ শতাংশই নারী, প্রার্থিতার আলোচনায় দুজন

জন্মাষ্টমীতে কেশবপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

জুলাই সনদের খসড়ায় যা আছে

বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, ডুবেছে ফসলি জমি

আটলান্টিকে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’, কখন কোথায় আঘাত হানবে 

বাঘায় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

চাঁদার দাবিতে কারখানায় হামলা, আহত ৫

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিএনপির দোয়া

১০

কোচিংয়ে অস্ত্র-বিস্ফোরক, খায়রুজ্জামান লিটনের ভাইসহ আটক ৩

১১

বিএনপির পক্ষে পাবনা-১ আসনে সাংবাদিক এম এ আজিজের প্রচারণা

১২

জুলাই সনদ বাস্তবায়নে ৮ অঙ্গীকারনামা

১৩

‘এই দেশ সবার’ জন্মাষ্টমীর শোভাযাত্রা থেকে সম্প্রীতির আহ্বান

১৪

ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু

১৫

উৎসাহ-উদ্দীপনায় জন্মাষ্টমী উদযাপিত

১৬

রোববার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৭

চার দিনে সচল হলো শেবাচিমের ৯৫টি অচল মেশিন

১৮

শুধু ধূমপানই নয়, যেসব খাবারেও ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ে

১৯

পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস

২০
X