হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৫:২৫ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এক লাফে কেজিতে রসুনের দাম বাড়ল ১০০ টাকা

হিলি বাজারে দোকানে বিক্রির জন্য রাখা রসুন। ছবি : কালবেলা
হিলি বাজারে দোকানে বিক্রির জন্য রাখা রসুন। ছবি : কালবেলা

সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে রসুনের দাম কেজিতে বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা। সরবরাহ কমে যাওয়ায় রসুনের দাম বেড়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। রসুনের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

বুধবার (১৫ মে) সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, রসুনের দোকানগুলোতে যথেষ্ট পরিমাণ সরবরাহ রয়েছে। গত সপ্তাহে রসুন কেজি প্রতি প্রকারভেদে ১২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে প্রকারভেদে ১৮০-২২০ টাকায় বিক্রি হচ্ছে।

মাঝারি ধরনের রসুন সপ্তাহখানিক আগে বিক্রি হয়েছে ১০০ টাকা। বর্তমান দাম বেড়ে তা বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে। বড় মাপের রসুন বিক্রিয় হয়েছিল ১২০ টাকা। বর্তমানে দাম বেড়ে তা বিক্রি হচ্ছে ২২০ টাকা দরে।

হিলি বাজারে রসুন কিনতে আসা ক্রেতা ফয়সাল মাহমুদ বলেন, গত সপ্তাহে রসুনের দাম কম ছিল। আজ রসুন কিনতে এসে দেখি ১০০ টাকা কেজিপ্রতি বেশি। দাম বেশি হওয়ার কারণে এক পোয়া কিনলাম। এত দামে রসুন কিনলে আর বাজার করব কি দিয়ে।

তিনি বলেন, আমরা চাই রসুনের দাম যেন কমে আসে। সবকিছুর বাড়তি দামের কারণে সংসার চালাতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের হিমশিম খেতে হচ্ছে।

বাজারে কেনাকাটা করতে আসা সৈকত হোসেন নামে এক যুবক বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। প্রতিদিন ৩০০ টাকা হাজিরায় কাজ করি। দুদিনের টাকা জমিয়ে বাজারে এসেছি। ৪০০ টাকা নিয়ে বাজার করার জন্য এসে দেখি রসুনের কেজি ২০০ টাকা। এখন এক কেজি রসুন কিনলে আর চাল,ডাল ও সবজির টাকা কোথায় পাবো। দাম না কমলে অনেক সমস্যায় পড়তে হবে।

হিলি বাজারের রসুন বিক্রেতা আবু তাহের কালবেলাকে বলেন, হঠাৎ করেই রসুনের সরবরাহ কমে গেছে। দেশি রসুন দিয়েই বেশ কিছুদিন ধরে ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছিল। সরবরাহ ভালো থাকায় রসুনের দামও কম ছিল। তবে এখন ক্ষেত থেকে যেসব রসুন উঠছে এর অধিকাংশই শুকনো রসুন।

তিনি বলেন, কৃষকরা বর্তমানে রসুন বিক্রি না করে পরবর্তী সময়ে বাড়তি আয়ের আশায় সংরক্ষণ করে রাখছেন এবং মজুদ বাড়াচ্ছেন। সেই সঙ্গে মোকামগুলোয় অনেক ব্যবসায়ী রসুন মজুদ করে রাখছেন।

হিলি বাজার কমিটির সভাপতি ফজলুর রহমান কালবেলাকে বলেন, রসুনের দাম বৃদ্ধির বিষয় আমার জানা ছিল না। অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

নদীর পাড় কেটে মাটি বিক্রি, ঝুঁকিতে বাঁধ

ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলন, সমাধান দিল সেনাবাহিনী

হজ ও ঈদের যে সিদ্ধান্তের কথা জানাল সৌদি আরব

‘মৃত্যুশয্যায়’ মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা

টেকনাফের অপহরণ চক্রের অন্যতম হোতা গ্রেপ্তার

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, যেসব জেলায় হতে পারে ভারি বৃষ্টি

রাজবাড়ীর পদ্মাপাড়ে রাসেলস ভাইপার আতঙ্ক

ডব্লিউএফপির গবেষণা / বিশ্বে মাত্র একটি দেশই খাদ্যে শতভাগ স্বয়ংসম্পূর্ণ

জুনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপের এক দেশ

১০

ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’

১১

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া 

১২

গাজায় স্কুলে বোমাবর্ষণ  / যুদ্ধ বন্ধে ইউরোপ ও আরব দেশগুলোর আহ্বান

১৩

পদ্মার চরে কৃষকদের পিটিয়ে গরু জবাই করে পিকনিক

১৪

দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়ের শঙ্কা

১৫

২৬ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

ঈদযাত্রায় ট্রেনের ৫ জুনের টিকিট মিলছে আজ

১৭

২৬ মে : আজকের নামাজের সময়সূচি

১৮

পরমাণু অস্ত্রভান্ডারকে আধুনিকীকরণ করছে পাকিস্তান, দাবি মার্কিন গোয়েন্দাদের

১৯

তৃতীয়বারের মতো লাহোরের পিএসএল শিরোপা জয়

২০
X