বগুড়ায় কোরবানি পশুর হাটে জাল নোট ছড়ানোর জন্য মাঠে নেমেছে একাধিক জাল নোট কারবারি চক্রের সদস্যরা। এ চক্রকে ধরতে পুলিশ সক্রিয়। এই ধারাবাহিকতায় কাহালু থেকে জাল নোট কারবারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ১৪০টি ৫০০ টাকার জাল নোট।
বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক মোস্তাফিজ হাসান শুক্রবার (১৭ মে) এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার রফিকুল ইসলাম নওগাঁর রানীনগর উপজেলার খাসর পারইল গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (১৬ মে) রাত ১০টার দিকে বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া বাজার থেকে তাকে গ্রপ্তার করা হয়।
ডিবি পুলিশের পরিদর্শক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাহালুর কাজীপাড়া বাজার এলাকা থেকে রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৪০টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মজিবর রহমান বাদী হয়ে রফিকুল ইসলামের নামে কাহালু থানায় মামলা করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ডিবি পুলিশকে জানায়, কোরবানির গরুর হাটে জাল নোট চালানোর উদ্দেশ্যে তিনি বগুড়ায় আসেন। তার নামে জাল নোট এবং চেক জালিয়াতির অভিযোগে নওগাঁ সদর ও রানীনগর এবং বগুড়ার আদমদীঘি ও দুপচাঁচিয়া থানায় ৫টি মামলা রয়েছে।
মন্তব্য করুন