নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে ৭ শতাংশ জমির জন্য গৃহবধূকে হত্যা

গৃহবধূ নাহার বেগম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামি। ছবি : কালবেলা
গৃহবধূ নাহার বেগম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামি। ছবি : কালবেলা

নাটোরের গুরুদাসপুরে সাড়ে ৭ শতাংশ জমির জন্য গৃহবধূ নাহার বেগমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্ৰেপ্তার করেছে র‍্যাব।

রোববার (২০ মে) রাত ৯টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু গ্রাম থেকে তাদের গ্ৰেপ্তার করা হয়।

গ্ৰেপ্তার চারজন হলেন- মো. মাজেম আলী, ফিরোজ হোসেন, শাহানুর, আব্দুল মতিন।

এর আগে গৃহবধূ নাহার বেগম হত্যা মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

নাটোর র‍্যাব-৫ সিপিসি-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুদাসপুর উপজেলার সোনাবাজু পাটপাড়া গ্রামের নাহার বেগমের একই এলাকার লোকমান সাকিদার বিয়ে হয়। বিয়ের পর লোকমান সাকিদার নাহারের নামে সাড়ে ৭ শতাংশ জমি সাব কবলা দলিল করে দেয়। পরে লোকমান সাকিদার প্রায় ২ বছর আগে তারা বেগম নামের আরেক নারীকে বিয়ে করে। দ্বিতীয় বিয়ের পর থেকে লোকমান সাকিদার নাহারের কাছ থেকে জমি নিতে নাহারকে নির্যাতন করতেন।

নাহার অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে তার স্বামীর বাড়ি থেকে বড়াইগ্রাম উপজেলার পারকোল গ্রামের আজমি আরা বেগম নামে এক নারীর বাড়িতে আশ্রয় নেয়। শনিবার (১১ মে) দুপুরে লোকমান সাকিদার ও তার দ্বিতীয় স্ত্রী তারা বেগমকে নিয়ে আজমি আরা বেগমের বাড়িতে গিয়ে নাহার বেগমকে সঙ্গে নিয়ে বনপাড়া উপজেলার নওপাড়ায় রওনা হয়।

সোমবার (১৩ মে) লোকমান সাকিদার একই গ্রামের দুলাল প্রাংক নামে একজনকে জানান, নাহার বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে নাহারের পরিবার জানতে পারে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর বেড়পাড়া গ্রামের পানির ট্যাংকের পাশে নাহারের মরদেহ পড়ে আছে। অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় নিহত নাহারের ভাই আজাদ প্রামানিক বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যান। র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। সেখানে অভিযান চালিয়ে মাজেম আলী, ফিরোজ হোসেন, শাহানুর, আব্দুল মতিনকে গ্ৰেপ্তার করে।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম কালবেলাকে বলেন, নাহার হত্যা মামলায় এর আগে পুলিশ মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। রোববার র‍্যাব বাকি চারজনকে গ্রেপ্তার করে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করেছে। আসামিদের সোমবার (২০ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল টাকার নোটসহ আটক ২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

১০

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

১১

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

১২

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

১৩

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১৪

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

১৫

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

১৬

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

১৭

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

১৮

কবিতা-গানের মনোমুগ্ধময় সন্ধ্যা― ‘আমার মুক্তি আলোয় আলোয়’

১৯

রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির

২০
X