নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নীলফামারীতে আগুনে পুড়ল ৫ প্রতিষ্ঠান

চৌরঙ্গী মোড়ের সমবায় জমিবন্ধকীয় ব্যাংক মার্কেটে আগুন। ছবি : কালবেলা
চৌরঙ্গী মোড়ের সমবায় জমিবন্ধকীয় ব্যাংক মার্কেটে আগুন। ছবি : কালবেলা

নীলফামারীতে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। বুধবার (২২ মে) দুপুর সোয়া ১২টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ের সমবায় জমিবন্ধকীয় ব্যাংক মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক মো. তানভিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই মার্কেটে বন্ধ থাকা আইডিয়াল হোমিপ্যাথিক হল নামক একটি ওষুধের দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত। পরে তা মুহূর্তের মধ্যে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও আইডিয়াল হোমিপ্যাথিক হলসহ ওই মার্কেটে থাকা বৈশাখী সুইট, ঢাকা অটোস, একটি ফলের গুদামসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়।

বৈশাখী সুইটসের স্বত্বাধিকারী সুশান্ত জোয়ারদার বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধ থাকা আইডিয়াল হোমিও ওষুদের দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে মাত্র দুই মিনিটের ব্যবধানে আগুনের লেলিহান শিখা আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে নিমিষেই সব পুড়ে ছাই হয়। আগুনে ৭টি ফ্রিজ, মিষ্টি-সন্দেশ তৈরির কাঁচা মালামাল, আসবাবপত্র, নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে।

নীলফামারী দমকল বাহিনীর জেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মিয়াজ উদ্দিন বলেন, নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এতে বৈশাখী সুইট ও আইডিয়াল হোমিপ্যাথিক হল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং তিনটি ব্যবসা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কী পরিমাণের আর্থিক ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলা সম্ভব নয়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলমান।

নীলফামারী সদর থানার ওসি মো. তানভিরুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত। তাৎক্ষনিক নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিয়ে আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) সাইফুল ইসলামসহ সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ চালাতে থাকি। এরপর ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে ওই মার্কেটের প্রায় অর্ধশত দোকান ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত, ঝোড়ো হাওয়ার শঙ্কা

তারেক রহমানের জন্য কৃষক মোতালেবের রাজকীয় চেয়ার

এসএসসি পাস করেও কলেজে আবেদন করেনি লক্ষাধিক শিক্ষার্থী

শাকিব ভাই আমার গান বাদ দিয়েছিলেন : জয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যাওয়া কি নেককার হওয়ার লক্ষণ?

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

১০

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

১১

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

১২

২৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

১৩

ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ কবে, জানাল ইসি

১৪

এবার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

১৫

সিলেটের সাদা পাথরকাণ্ডে ১০ সুপারিশ

১৬

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

১৭

রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

১৮

দোকানে গেলেই মিলবে একাকিত্ব দূর করার উপায়    

১৯

বিচারক-রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

২০
X