নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নীলফামারীতে আগুনে পুড়ল ৫ প্রতিষ্ঠান

চৌরঙ্গী মোড়ের সমবায় জমিবন্ধকীয় ব্যাংক মার্কেটে আগুন। ছবি : কালবেলা
চৌরঙ্গী মোড়ের সমবায় জমিবন্ধকীয় ব্যাংক মার্কেটে আগুন। ছবি : কালবেলা

নীলফামারীতে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। বুধবার (২২ মে) দুপুর সোয়া ১২টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ের সমবায় জমিবন্ধকীয় ব্যাংক মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক মো. তানভিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই মার্কেটে বন্ধ থাকা আইডিয়াল হোমিপ্যাথিক হল নামক একটি ওষুধের দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত। পরে তা মুহূর্তের মধ্যে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও আইডিয়াল হোমিপ্যাথিক হলসহ ওই মার্কেটে থাকা বৈশাখী সুইট, ঢাকা অটোস, একটি ফলের গুদামসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়।

বৈশাখী সুইটসের স্বত্বাধিকারী সুশান্ত জোয়ারদার বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধ থাকা আইডিয়াল হোমিও ওষুদের দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে মাত্র দুই মিনিটের ব্যবধানে আগুনের লেলিহান শিখা আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে নিমিষেই সব পুড়ে ছাই হয়। আগুনে ৭টি ফ্রিজ, মিষ্টি-সন্দেশ তৈরির কাঁচা মালামাল, আসবাবপত্র, নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে।

নীলফামারী দমকল বাহিনীর জেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মিয়াজ উদ্দিন বলেন, নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এতে বৈশাখী সুইট ও আইডিয়াল হোমিপ্যাথিক হল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং তিনটি ব্যবসা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কী পরিমাণের আর্থিক ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলা সম্ভব নয়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলমান।

নীলফামারী সদর থানার ওসি মো. তানভিরুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত। তাৎক্ষনিক নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিয়ে আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) সাইফুল ইসলামসহ সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ চালাতে থাকি। এরপর ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে ওই মার্কেটের প্রায় অর্ধশত দোকান ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৬

দুই তারকা ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের দল ঘোষণা

ভোটের আগে সীমান্তে ফের বেড়েছে অবৈধ অস্ত্রের চোরাচালান

ঈদের বিশেষ নাটক ‘হেট ইউ বউ’-তে আলভী ও সিনথিয়া

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের অঙ্গীকার জামায়াত আমিরের

মধ্যপ্রাচ্যে আরও বড় অস্থিতিশীলতার আশঙ্কা তুরস্কের

সম্পর্ক নীরবে ভাঙতে পারে যেসব কথা

সারজিস আলমকে শোকজ

জিমে যাওয়া ছাড়াই সহজ উপায়ে হয়ে উঠুন শক্তিশালী

‘ক্রিকেটের যুদ্ধে ভয়াবহভাবে হেরে গেছি’

১০

অনুপ্রেরণার গল্প / পায়ের আঙুলে চক ধরে গণিত শেখান গুলশান লোহার

১১

কোটার ভিত্তিতে নয়, দেশ চলবে মেধার ভিত্তিতে

১২

চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে তারেক রহমানের দ্বিতীয় দফা প্রচার

১৩

কীসের ভিত্তিতে বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ দিল আইসিসি, জানা গেল

১৪

এবার রুপার দামে বড় লাফ

১৫

কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৬

গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন

১৭

তানিন ফার্নিচারের বিজনেস কনফারেন্স- ২০২৬ অনুষ্ঠিত

১৮

ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল

১৯

ফরাসি তারকাকে হারিয়ে শেষ ষোলোতে আলকারাজ

২০
X