নীলফামারীতে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। বুধবার (২২ মে) দুপুর সোয়া ১২টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ের সমবায় জমিবন্ধকীয় ব্যাংক মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক মো. তানভিরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই মার্কেটে বন্ধ থাকা আইডিয়াল হোমিপ্যাথিক হল নামক একটি ওষুধের দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত। পরে তা মুহূর্তের মধ্যে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও আইডিয়াল হোমিপ্যাথিক হলসহ ওই মার্কেটে থাকা বৈশাখী সুইট, ঢাকা অটোস, একটি ফলের গুদামসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়।
বৈশাখী সুইটসের স্বত্বাধিকারী সুশান্ত জোয়ারদার বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধ থাকা আইডিয়াল হোমিও ওষুদের দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে মাত্র দুই মিনিটের ব্যবধানে আগুনের লেলিহান শিখা আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে নিমিষেই সব পুড়ে ছাই হয়। আগুনে ৭টি ফ্রিজ, মিষ্টি-সন্দেশ তৈরির কাঁচা মালামাল, আসবাবপত্র, নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে।
নীলফামারী দমকল বাহিনীর জেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মিয়াজ উদ্দিন বলেন, নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এতে বৈশাখী সুইট ও আইডিয়াল হোমিপ্যাথিক হল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং তিনটি ব্যবসা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কী পরিমাণের আর্থিক ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলা সম্ভব নয়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলমান।
নীলফামারী সদর থানার ওসি মো. তানভিরুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত। তাৎক্ষনিক নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিয়ে আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) সাইফুল ইসলামসহ সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ চালাতে থাকি। এরপর ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে ওই মার্কেটের প্রায় অর্ধশত দোকান ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
মন্তব্য করুন