ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৈরী পরিস্থিতিতে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
সোমবার (২৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।
এদিকে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাঘাইছড়ি উপজেলার ৬টি হেলিসটিং কেন্দ্রে আজ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কথা থাকলেও তা পাঠানো সম্ভব হয়নি। যার কারণে নির্বাচন স্থগিত করা নিয়ে সভায় বসে নির্বাচন কমিশন।
পরে কমিশন থেকে সভার সিদ্ধান্ত জেলায় নির্বাচনের কাজে নিয়োজিত কর্তাব্যক্তিদের জানানো হয়। তৃতীয় ধাপে রাঙ্গামাটির লংগদু ও নানিয়াচর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন