নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে গুলি ও কুপিয়ে হত্যা মামলার ২নং আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ রাসেল মাহমুদকে গ্রেপ্তার করেছে নরসিংদী ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরইমধ্যে তাকে নিয়ে অভিযানে নেমেছে পুলিশ।
পুলিশ জানায়, রাসেল দেশ ছাড়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিমানবন্দর পুলিশের সহায়তায় নরসিংদী ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের সময় রাসেল ঘটনাস্থলে ছিল বলে স্বীকার করেছেন।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার বলেন, হত্যা মামলার ২ নং আসামি রাসেলকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও অন্যান্য আসামিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। এ মামলায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ মে) রাত ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার ভগিরথপুর চেয়ারম্যান মার্কেটের নিজ অফিস থেকে৮-১০ জনকে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগেরসাধারণ সম্পাদক মাহবুবুল হাসান। তারা ভগিরথপুরের মেসার্স মা বাবা টেক্সটাইলের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা ককটেল ছোড়ে। এ সময় মাহবুবুল হাসানের সঙ্গে থাকা সমর্থকরা প্রাণ বাঁচাতে পালিয়ে যান। এরই সুযোগে হামলাকারীরা সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে মাহবুবসহ ৩ জন আহত হন। তাদের মধ্যে মাহবুব মাটিতে লুটিয়ে পড়লে তাকে সন্ত্রাসীরা কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দ্রুত স্থান ত্যাগ করে।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে নিহত মাহবুবুল হাসানের ছোট ভাই হাফিজ উল্লাহ বাদী হয়ে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমানকে প্রধান আসামি এবং মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্তকে ৫নং আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মন্তব্য করুন