ইউসুফ আলী সৈকত, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৩:৩১ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শ্যালিকাকে স্ত্রী ভেবে ১১ মাস সংসার করলেন শাকিল, অতঃপর...

কাবিননামা হাতে মোহাম্মদ শাকিল ও তার বিয়ের একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা
কাবিননামা হাতে মোহাম্মদ শাকিল ও তার বিয়ের একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা

বিয়ের ১১ মাসের মাথায় তালাকের কাগজ হাতে পান মোহাম্মদ শাকিল। সুখের সংসারে হঠাৎ স্ত্রীর কাছ পক্ষ থেকে তালাকনামা পেয়ে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে তার। আরও বড়সড় ধাক্কা খান যখন দেখেন তালাক তাকে স্ত্রী আয়েশা দেননি, দিয়েছেন তার বড় বোন সুরাইয়া।

অদ্ভুত এমন এক সমস্যায় পড়ে ব্যাপারটা পরিষ্কার হতে গিয়ে কাবিননামা তুলে দেখতে পান, তিনি আসলে বিয়েটা সুরাইয়াকেই করেছিলেন।

আজব এই ঘটনা ঘটেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে। কাগজে-কলমে যার সঙ্গে শাকিলের বিয়ে হয়েছে, সেই সুরাইয়ার রয়েছে স্বামী ও ২ সন্তান। তাই ভুল শুধরে তাকেও ঘরে নিয়ে আসা সম্ভব নয়। ওদিকে, সংসার করলেও আয়েশার সঙ্গে তো বিয়েই হয়নি। এমন গোলমেলে পরিস্থিতিতে তালাকের কাগজ গ্রহণ করতে রাজি নন শাকিল।

এ বিষয়ে মোহাম্মদ শাকিল বলেন, আয়েশাকে বিয়ে দেওয়ার কথা ছিল। তার বদলে বিবাহ সম্পন্ন হয় সুরাইয়ার সঙ্গে। সে সম্পর্কে ‍আমরা জেঠস। তবে ঘর-সংসার করেছি আয়েশার সঙ্গে। আয়েশা আমার সংসার ছেড়ে চলে গেছে। এখন সুরাইয়া আমাকে তালাকনামা পাঠিয়েছেন। ওরা ইচ্ছাকৃতভাবে জালিয়াতি করেছেন। পরিবারসহ আমার মানসম্মান নষ্ট হয়েছে। সেই সঙ্গে আমি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি এর বিচার চাই।

শাকিলের বাবা জয়নাল খান বলেন, বিবাহের সময় কাজীকে যে জন্মনিবন্ধন দেওয়া হয়েছে ওনি তা দেখেই লিখেছেন। আমি ছেলের বউকে তার বাড়ি থেকে কয়েকবার আনতে গেলেও তারা দেয়নি। পরে কাবিননামা তুলে দেখে ছেলের বউয়ের নাম সুরাইয়া লেখা আছে।

কনের মা বিবি হাজেরা বলেন, কাবিনে সুরাইয়া নাম লেখা হয়েছে। যে কাবিননামা করেছেন তার কারণে এ সমস্যা তৈরি হয়েছে।

আর এ বিষয়ে সুরাইয়া বলেন, আমার সংসারে দুই সন্তান আছে। কাবিন আয়েশার নামে করার কথা থাকলেও তা আমার নামে করা হয়েছে। কাজীর কারণেই এমন ঘটনা ঘটেছে।

এদিকে, বিষয়টা খতিয়ে দেখলে বোঝা যায়, ভুল কিংবা ইচ্ছাকৃত যাই হোক না কেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে মেয়ের পরিবারের কারণে। যদিও মেয়ের পরিবার সেটা স্বীকার না করে দোষ চাপাতে চায় কাজীর ঘাড়ে। আর কাজীর বক্তব্য হলো, তাকে যা লিখতে বলা হয়েছে, তিনি তাই লিখেছেন। এখানে তার কোনো দোষ নেই।

মেয়ের মা এবং কাজী পরস্পরের ওপর দোষ চাপালেও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ের সময় আয়েশার বয়স ১৮ না হওয়ায় কাজীর পরামর্শে বড় মেয়ে সুরাইয়ার জন্মনিবন্ধন দিয়ে ছোট মেয়ের বিয়ে পড়ানো হয়েছে। এতে সায় ছিল পরিবারেরও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে কাফনের কাপড় পরে বিএনপির বিক্ষোভ

ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন সিবিউন-সঞ্জয়

দুবাইয়ে তৈরি হচ্ছে নতুন বিপিএল ট্রফি, মূল্য কত?

কাফনের কাপড় বেঁধে যশোরে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রার্থী ঘোষণা করে অন্তর্বর্তী সরকারকে যে শর্ত দিল জাপা

টি-টোয়েন্টি ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন ভুটানের স্পিনার

দায়িত্ব গ্রহণের পর যে বার্তা দিলেন শিবিরের নতুন সভাপতি

২০২৬ সালে কি বিশ্ব রাজনীতি বদলে দেবেন ট্রাম্প?

জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

১০

মাঝরাস্তায় আতশবাজি ফাটিয়ে জন্মদিন উদ্‌যাপন, যানজট ঘিরে উত্তেজনা

১১

শূকর ধরতে গিয়ে কামড় খেলেন বনকর্মীরা

১২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৩

ক্রেতায় ঠাসা শপিংমল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

কাবা শরিফে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা এক মুসল্লির

১৫

শাহবাগে দাঁড়িয়ে রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তুললেন জুমা

১৬

ভারতে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার হুমকি

১৭

১২৩ বছরের অ্যাশেজ ইতিহাস নতুন করে লিখল বক্সিং ডে টেস্ট

১৮

ইসরায়েলকে নিশ্চিহ্ন করার বড় পরিকল্পনা ইরানের

১৯

তারেক রহমানের সংবর্ধনাস্থলের বর্জ্য অপসারণ করল বিএনপি

২০
X