নড়াইল সদর উপজেলার একটি মাছের ঘেরের পাশ থেকে শিবাজিত বিশ্বাস নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রামের একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিবাজিত বিশ্বাস বনগ্রাম এলাকার শিপন বিশ্বাসের ছেলে।
নিহতের পরিবারের দাবি, শিবাজিতের বাবার সঙ্গে ব্যবসায়ী খান মোহাম্মদ কবির হোসেনের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে শিবাজিতকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে খান মোহাম্মদ কবির বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার করা হচ্ছে। প্রথমে তাদের পরিবারের পক্ষ থেকে ঘেরে ডুবে মারা গেছে বলা হলেও একটি মহলের ইন্ধনে হত্যাকাণ্ডের অপপ্রচার চালানো হয়েছে। সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিবাজিতের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। বিস্তারিত ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন