সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরের ঈদযাত্রায় বাড়ছে যানবাহনের চাপ

সড়কে যানবাহনের চাপ। ছবি : কালবেলা
সড়কে যানবাহনের চাপ। ছবি : কালবেলা

স্বজনদের সঙ্গে আসন্ন কোরবানির ঈদ উদযাপনে ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলো থেকে ঘরে ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের মানুষ। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ উত্তরের সবগুলো রুটেই ক্রমশ যানবাহনের চাপ বাড়ছে। দূরপাল্লার বড় বাস ছাড়াও মিনিবাস, পিকআপ, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে ঘরে ফিরছে হাজার হাজার মানুষ। যানবাহনের চাপ বাড়লেও সিরাজগঞ্জ এলাকার কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই। তবে বৈরী আবহাওয়ার কারণে ট্রাক-পিকআপ ও মোটরসাইকেল যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

শুক্রবার (১৪ জুন) সরেজমিনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়, মুলিবাড়ী, নলকা ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দেখা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে প্রচুর যানবাহন চলাচল করছে। গাড়ির পেছনে গাড়ি লেগে থাকলেও কোথাও কোনো যানজট বা ধীরগতিও লক্ষ করা যায়নি।

এ দিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে পুলিশ। জেলার ১০৪ কিলোমিটার মহাসড়কে ১ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনায় পড়া যানবাহনকে দ্রুত সরানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে ৬টি রেকার ও ৪টি অ্যাম্বুলেন্স। হাটিকুমরুল গোলচত্বর, ঝাঐল ওভার ব্রিজ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে ড্রোন ক্যামেরা উড়িয়ে সড়ক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল ওদুদ বলেন, ভোররাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও গাড়ি থেমে নেই। নির্বিঘ্নেই চলছে গাড়িগুলো। আমরা পুরো মহাসড়ক মনিটরিং করছি। কোথাও সমস্যা হলে ড্রোন ক্যামেরায় দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জাফর উল্লাহ বলেন, মহাসড়কে প্রচুর গাড়ি চলাচল করছে। গাড়ির পেছনে গাড়ি থাকলেও কোনো যানজট বা ধীরগতি নেই। এখন পর্যন্ত ঈদযাত্রায় কোনো ভোগান্তির সৃষ্টি হয়নি। আশা করছি, এবার কোনো ধরনের সমস্যা হবে না।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের ৮০০ সদস্য তিনটি শিফটে দায়িত্ব পালন করছে। ৩৭টি মোবাইল টিম, ১৯টি টহল টিমের পাশাপাশি সাদা পোশাকেও মহাসড়কে পুলিশ মোতায়েন রয়েছে। মনিটরিংয়ের জন্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচসেরার পুরস্কার নিয়ে শরিফুলের মানবিক উদ্যোগ

ড. ইউনুসের মুখাকৃতি দিয়ে অসুর বানানোর বিষয়ে যা বললেন রিজভী

ভোটের পরিবেশ ফিরিয়ে আনবে বিএনপি : সেলিম ভূঁইয়া

ওড়িশায় ভারী বৃষ্টি, ভূমিধসে নিহত ২

আইফোন কিনতে কিডনি বিক্রি করা সেই তরুণ কেমন আছেন?

বিতর্কিত বিচারে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

যেভাবে ফিটনেস ধরে রেখেছেন আলিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু

ওমরাহর নিয়মে ব্যাপক পরিবর্তন, মানতে হবে যে ১০ বিষয়

১০

রোজা শুরু হতে বাকি আর কত দিন, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

১১

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

১২

শহীদ মিনারে ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

১৩

জুবিনের স্ত্রীর কাছে ময়নাতদন্তের রিপোর্ট, যা জানা গেল

১৪

নিষেধাজ্ঞার আগে মাওয়ায় ইলিশ খাওয়ার হিড়িক

১৫

যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিতে সমর্থন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

৪৮ ঘণ্টার মধ্যে ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

১৭

মহাসড়কে ডাকাতির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

১৮

সিরিজের সাফল্যের পর যা বললেন আরিয়ান

১৯

‘সর্বকালের সেরা’ বাছাই করলেন আলভারেজ — কারা আছেন তালিকায়?

২০
X