সৌদি আরবের আবাহায় সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের মোহাম্মদ হৃদয় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৫ জুন) সৌদি আরব সময় রাত ৯টায় সৌদি আরবের আবাহায় মাহাইল তারগেস এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের চাপায় প্রাণ হারান তিনি।
নিহত হৃদয় চুনতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মফিজ কোম্পানিপাড়ার আবুল হাসেম সওদাগরের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানায়, গত দুই বছর আগে চাচার মাধ্যমে জীবিকা নির্বাহের জন্য সৌদি আরবে পাড়ি জমান মোহাম্মদ হৃদয়। সেখানে তার চাচার সুপার শপে চাকরি করতেন। ঘটনার দিন সৌদি আরব সময় রাত ৯টার দিকে তার কাছে বন্ধুরা বেড়াতে আসেন। তাদের গাড়িতে তুলে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার এসে তাকে চাপা দেয়।
আশঙ্কাজনক অবস্থায় হৃদয়কে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার রাত ১১টার দিকে হৃদয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেখানে থাকা তার বন্ধু মোহাম্মদ বাবু। বর্তমানে তার মৃতদেহ আবাহায় মাহাইলের একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, হৃদয়ের দুর্ঘটনার খবর শুনে আমরা সবাই মর্মাহত। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই। ছেলেটি অল্প বয়সে সৌদি আরবে পাড়ি জমায়। ঈদুল আজহার একদিন আগে এমন দুর্ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন