সিলেট সদরের মানসিনগরে পূর্বশত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে মানসিনগরে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও ২৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
আহতরা হলেন, ফয়জুর রহমান (৫৫), মো. সেলিম (৩৫), রাজন আলী (৩০), সুজন মিয়া (৪০) ও আছর মিয়া (৫০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য করুন