খুলনার পাইকগাছায় বজ্রপাতে শ্রীকান্ত মন্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুর আড়াইটার দিকে মৎস্য লিজ ঘেরের বাসায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
মৃত শ্রীকান্ত মন্ডল উপজেলার দেলুটী ইউনিয়নের গেওয়াবুনিয়া গ্রামের পতিত মন্ডলের ছেলে।
ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল জানান, দুপুরে কালো মেঘে ঢেকে যায় এলাকা। এ সময় শ্রীকান্ত লিজ ঘেরে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে তিনি ঘেরের বাসায় আশ্রয় নেন। একপর্যায়ে বজ্রপাত হলে দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। বৃষ্টি কমলে বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। পরে ঘেরের বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, বজ্রপাতে দেলুটী ইউপি গেওয়াবুনিয়া গ্রামে শ্রীকান্ত নামে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন