নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের অস্ত্রের কোপে নূর আলম নামে এক যুবকের নাড়িভুড়ি বের হয়ে কঠিনভাবে আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুন) সকালে আহতের বড় ভাই শাহিন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
এর আগে সোমবার (২৪ জুন) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার টাটকি এলাকায় এ ঘটনা ঘটে।
শাহিন মিয়া বলেন, সোমবার রাতে শাহিন ওরফে ডিশ শাহিন, রিকি খান, রুবেল, শ্রাবণ, শান্ত, কাজল, হৃদয়, মেহেদী, মারুফ, জাকির, শাহিন, হাসান, নিরব, সাথী আক্তারসহ অজ্ঞাত ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় নূর আলম বাধা দিলে তারা ভাইকে এলোপাথাড়িভাবে কুপিয়ে নাড়িভুড়ি বের করে কঠিনভাবে আহত করে।
তিনি বলেন, আমার মা ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করে আহত করে। ভাই নূর আলমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন