নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৯:০৫ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নিহত আ.লীগ নেতা সুরুজ মিয়া। ছবি : সংগৃহীত
নিহত আ.লীগ নেতা সুরুজ মিয়া। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে দিন-দুপুরে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় সুরুজ মিয়াকে বাঁচাতে গিয়ে তার ছেলেসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল শান্তিনগর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিহত সুরুজ মিয়া কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক ছিলেন। আহতরা হলেন রাজু, জনি ও শাকিলসহ চারজন।

নিহতের ছেলের স্ত্রী চম্পা বলেন, সালাউদ্দিন সাল্লু ও তার বাহিনীর ৩০-৪০ জন দেশীয় অস্ত্র দিয়ে এলাকায় হামলা চালায়। আমার শ্বশুরকে কুপিয়ে হত্যা করে। তাকে বাঁচাতে গেলে আনার স্বামী জনিসহ আরও কয়েকজনকে কুপিয়ে আহত করে। তারা সবাই হাসপাতালে রয়েছেন। আমরা সন্ত্রাসীদের বিচার চাই।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, এলাকায় ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ হামলা ও ভাঙচুর করে। এ সময় আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া ও তার ছেলেসহ করেকজনকে কুপিয়ে আহত করে। এলাকার কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুর করে তারা।

এদিকে সন্ধ্যায় ঘটনাস্থলে যাওয়া মডেল থানার ওসি নূরে আজম জানান, বালু সিমেন্ট ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী সাল্লু ও তার বাহিনী হামলা ও ভাঙচুর চালায়। এ সময় আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া ও তার ছেলেসহ চার জনকে কুপিয়ে জখম করে। সুরুজ মিয়া ঢামেকে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্য আহতরা হাসাপাতালে ভর্তি রয়েছে।

তিনি আরও জানান, সাল্লু ও তার বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের আরও অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জ থেকে গুরুত্বের আহত অবস্থায় নিয়ে আসা সুরুজ মিয়া নামে এক লোক ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও জানান- এ ছাড়া রাজু, জনি, রাসেল শাকিল নামে আরও কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরদেহের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল

শীতের মধ্যেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

খালেদা জিয়ায় জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

আজ টানা ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম

মর্টার শেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২ শতাধিক অভিবাসী নিয়ে নৌকাডুবি, ৭ জনের মৃত্যু

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফিল্মি কায়দায় ডাকাত দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গ্রেপ্তার ২

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৬

১২

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

২ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৪

গাজা চুক্তিতে তুরস্ক কী করবে, সে বিষয়ে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

১৫

 নিখোঁজের পর বাড়ি ফিরে দেখেন বাবা-ভাইসহ অনেকে বেঁচে নেই 

১৬

বছরের শুরুতেই পাল্টাপাল্টি হামলার অভিযোগে রাশিয়া-ইউক্রেন

১৭

জমিয়ত থেকে বহিষ্কার নাসির উদ্দিন মুনির

১৮

রাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

১৯

বিশেষ সহকারী ডা. সায়েদুরের পদত্যাগ ও ফেরার কারণ

২০
X