কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

২৫ বছর পর নির্বাচন হতে যাচ্ছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো।
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো।

অধস্তন আদালতের বিচারকদের নিয়ে গঠিত পেশাদার সংগঠন বাংলাদেশ জুডিশেয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচন ২৫ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩০ অক্টোবর অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের কার্যক্রম উদ্বোধন করবেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

গত ২৭ অক্টোবর অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তীকালীন কমিটি আইন উপদেষ্টাকে আমন্ত্রণ জানাতে গেলে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং স্বৈরাচার পতনের পর এটাকে দেশের প্রথম ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে মর্মে মন্তব্য করেন। এর মধ্য দিয়ে দেশে নিরপেক্ষ নির্বাচনের যাত্রা শুরু হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এদিকে অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে সারা দেশের বিচারকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে অনলাইনে নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টার সঙ্গে আইন সচিব উপস্থিত থাকবেন। এছাড়া অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তি, সংগঠক ও নির্বাচন কমিশনের সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন।

জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দিনসহ কমিটির সব সদস্য পদত্যাগ করেন। এজন্য ইয়াং জাজেস ফর জুডিসিয়াল রিফর্ম-এর সমন্বয়ক ও উপদেষ্টারা সার্ভিসের সিনিয়রদের সঙ্গে আলোচনা করে গত ২১ আগস্ট একটি অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটি গঠন করেছেন। যাদের আগামী ১৫ দিনের মধ্যে গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়।

অন্তর্বর্তীকালীন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৪, চট্টগ্রামের বিচারক মো. জাকির হোসেন গালিব। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ফারুক। সহসভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মো. নুরে আলম (জিকু) এবং নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে শরাবন তহুরা। কমিটির সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ লায়লা শারমিন।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার (যুগ্ম জেলা জজ) আবুল কালাম আজাদ, নোয়াখালী জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন, কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্বাস উদ্দীন, টাঙ্গাইলের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আসাদুজ্জামান, রংপুরের জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. মিনহাজুর রহমান, জামালপুরের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শিহাব উদ্দীন, বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন, বাগেরহাটের সহকারী জজ মো. তুহিনুল ইসলাম, গাইবান্ধার সহকারী জজ আবু তাহের এবং নরসিংদীর সহকারী জজ মো. মেহেদী হাছান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নীরবে’ চলে এলো বিপিএলের ফাইনাল, শেষ হাসি হাসবে কে

ঢাকা-১০ আসন / শহীদ পরিবারদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন জামায়াত প্রার্থী 

‘বাধ্য’ হয়ে বিশ্বকাপ দলে আনতে হলো পরিবর্তন

শিশুকে নির্যাতন করা সেই স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেল বাস, নিহত ২

ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজের বড় বহর পাঠাল যুক্তরাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া স্থগিত

ঢাকার শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

রাজধানীতে আজ কোথায় কী

অজানা ভাইরাসে মরছে গাজার মানুষ

১০

বাসচাপায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের, বাসে আগুন দিল বিক্ষুব্ধরা

১১

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

২৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৩

১৬ ঘণ্টায় সাত জেলায় সমাবেশ, ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

১৪

সাত মাস পর কারামুক্তি, ৫ মিনিট পর ফের গ্রেপ্তার

১৫

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

১৬

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

১৭

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

১৮

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

১৯

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০
X