চাঁদা দাবি ও হত্যার হুমকি প্রদানের অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য দিতে আদালতে আসেননি চিত্রনায়ক শাকিব খান। তবে শাকিবের ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে আদালতে তার আইনজীবী সময়ের জন্য আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা হাফসা ঝুমা সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।
এর আগে ২৩ মার্চ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহ নামে এই প্রযোজকের বিরুদ্ধে মামলা করেন।
আরও পড়ুন : নিষেধাজ্ঞা ছাড়াও সম্পদ জব্দ করতে পারে যুক্তরাষ্ট্র
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি রহমত উল্লাহকে আদালতে হাজির হতে সমন জারি করেন। গত ৫ জুলাই আসামি রহমতের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ৯ আগস্ট দিন ধার্য করেন।
মন্তব্য করুন