কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দেনমোহর পরিশোধ নিয়ে কুমিল্লা আদালতের ব্যতিক্রমী রায়

পারিবারিক আদালত, চান্দিনা, কুমিল্লা। ছবি : কালবেলা
পারিবারিক আদালত, চান্দিনা, কুমিল্লা। ছবি : কালবেলা

দেনমোহর পরিশোধে টাকার বাজারদর বা বর্তমান মূল্যের তারতম্য ঠিক রেখে বাদীকে পাওনা নির্ধারণ করে আদেশ দিয়েছেন কুমিল্লার পারিবারিক আদালত। রায়টিকে ব্যতিক্রমী ও সময়োপযোগী বলেছেন আইনজীবীরা। রায়ে একইসঙ্গে ১৫ কার্য দিবসের মধ্যে নির্দিষ্ট টাকা পরিশোধের কথাও বলেছেন বিচারক।

বৃহস্পতিবার (০৬ মার্চ) কুমিল্লার পারিবারিক আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ শেখ সাদী রহমান এ ‘ব্যতিক্রর্মী’ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর সরকারী আইনজীবী বদিউল আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীর আইনজীবী মো. আজাদ হোসেন বলেন, ২০২২ সালে কুমিল্লার চান্দিনা উপজেলার দেলোয়ার হোসেনের মেয়ে সুমাইয়ার সঙ্গে একই উপজেলার বিল্লাল হোসেনের ছেলে ইব্রাহিম খলিলের বিয়ে হয়। বিয়েতে ২ লাখ ৫০ হাজার টাকা দেনমোহরের মধ্যে ৫০ হাজার টাকা উসুল দেখিয়ে ২ লাখ টাকা বাকি রাখা হয়।

পরে এক বছরের মাথায় ২০২৩ সালের জুনে ইব্রাহিম খলিল স্ত্রী সুমাইয়াকে তালাক দিলে দেনমোহর ও ভরণপোষণের মামলা করা হয়। ওই মামলার বিচার শেষে বৃহস্পতিবার আদালত রায় প্রদান করেন।

রায়ে বলা হয়, বাদী ও বিবাদীর বিয়ে হয়েছিল ২০২২ সালে, এখন ২০২৫ সাল। প্রতিবছর মুদ্রাস্ফীতির কারণে টাকার মানের তারতম্য ঘটে যা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে স্পষ্ট। এ অবস্থায় দেওয়ানি কার্যবিধি আইনের ১৫১ ধারা প্রয়োগ করে মুদ্রাস্ফীতির তারতম্য অনুসারে বাদীর দেনমোহরের প্রকৃত মূল্য ২ লাখ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হল এবং বাদী ওই টাকা পাওয়ার হকদার।

এছাড়াও রায়ে আরও বলা হয়, বাদী ছয় মাসের ভরণপোষণে ‘খোরপোশ’ বাবদ ৪২ হাজার টাকা এবং ইদ্দতকালীন তিন মাসের ভরণপোষণ বাবদ ২১ হাজার টাকারও হকদার।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর সরকারী আইনজীবী বদিউল আলম সুজন আরও বলেন, ‘এ রায় অবহেলিত নারী সমাজের জন্য যুগান্তকারী বলে মনে করছি। কারণ, আমাদের মুসলিম রীতিতে বিবাহ বিচ্ছেদের পর দেনমোহর নিয়ে নারীদের অনেক বঞ্চনা ও অবহেলার শিকার হতে হয়। বিচারক বাস্তবতা উপলব্ধি করেছেন।’

ব্লাস্ট কুমিল্লার আইনজীবী শামীমা জাহানের মতে, ‘এ রায়ের মধ্য দিয়ে নারীরা বাজার দরে দেনমোহর প্রাপ্য হবেন। বিয়ের সময়ের মূল্যে নয়। টাকার মান বা তারতম্য বিবেচনায় দেনমোহরের হার নির্ধারিত হবে। আর সেই টাকাও দ্রুত নিদিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। তালবাহানায় সময়ক্ষেপন বন্ধ হবে। নারীদের পাওনা দেনমোহর নিয়ে অবহেলা এবং নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধে সচেতনতা তৈরি হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্য কারও পয়সায় আমি ঘুরতে যাই না : প্রভা

বয়স শিথিল করে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ

ট্রাম্পের গাজা পরিকল্পনায় পাঁচ প্রশ্নের উত্তর নেই

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কত পেলে পাস, জানাল এনটিআরসিএ

হত্যা মামলার ২০ বছর পর ৩ আসামির যাবজ্জীবন

আফগানিস্তানজুড়ে যে কারণে ইন্টারনেট সেবা বন্ধ

ট্রেন ছাড়তে দেরি, ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ

খাগড়াছড়িতে সহিংসতার তদন্তে ৫ সদস্যের কমিটি

রাজধানীতে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

পাহাড়ের অবস্থা এখন শান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর সময় জানা গেল

১১

এভারকেয়ার হসপিটাল ঢাকায় বিশ্ব হার্ট ডে উদ্‌যাপন

১২

হান্নান মাসুদের মুচলেকায় মুক্ত সমন্বয়ক রাব্বিসহ চারজন চাঁদাবাজি মামলায় রিমান্ডে 

১৩

আবেগ দিয়ে ক্রিকেট বোর্ড চালানো উচিত না : আসিফ মাহমুদ

১৪

স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

১৫

মৃত স্বামীর সম্পত্তি পেতে দ্বিতীয় স্ত্রীর মামলা, তদন্তের নির্দেশ 

১৬

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১০, অভিযোগ ভারতের দিকে

১৭

দিনদুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৮

শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৯ জনের সাক্ষ্য

১৯

উপকূলে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

২০
X