কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১১:১১ এএম
আপডেট : ০৪ মে ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল দ্রুত শুনানির আবেদন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন পুনরুদ্ধারের লক্ষ্যে করা আপিলের দ্রুত শুনানির আবেদন করেছে জামায়াতে ইসলামী। রোববার (৪ মে) সকালে দলটির আইনজীবী আপিল বিভাগে এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, জামায়াতের আপিল শুনানি শুরু হলেও হঠাৎ তা স্থগিত হয়ে যায়। যেহেতু দলটির নিবন্ধন ও রাজনৈতিক ভবিষ্যৎ এ মামলার সঙ্গে সরাসরি জড়িত, তাই দ্রুত শুনানির প্রয়োজন।

শুনানি শেষে আপিল বিভাগ জানায়, বিষয়টি মঙ্গলবার বা বুধবার আদালতে উঠতে পারে।

এর আগে, চলতি বছরের ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়।

গত বছরের ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অন রেকর্ড আলী আজম।

উল্লেখ্য, একটি রিট আবেদনের নিষ্পত্তিতে ২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

এই রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপিল করা হয়। তবে ২০২৩ সালের নভেম্বরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা ওই আপিলের শুনানিতে জামায়াতের প্রধান আইনজীবী অনুপস্থিত থাকায়, তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে আপিল খারিজ করে দেন। ফলে হাইকোর্টের রায়ই বহাল থাকে এবং জামায়াতের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত কার্যকর থাকে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়, ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী দল ও তার অঙ্গসংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করে। তবে পরবর্তীতে, একই বছরের ২৮ আগস্ট, সরকার ওই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহার করে নতুন একটি প্রজ্ঞাপন জারি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্র ফ্রন্টের আহ্বায়ক মোজাম্মেল, সম্পাদক আকাশ

ঢাবির অ্যাকাউন্টিং বিভাগের নাম পরিবর্তন 

সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশব্যাক করল বিএসএফ 

তুহিনের মুক্তির দাবিতে রংপুরে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির 

আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না : হাইকোর্ট

বিসিএস গেজেটবঞ্চিতদের অনশনে সংহতি জানালেন নুর

১৩ কোটি ডলারে মার্কিন সামরিক সরঞ্জাম কিনছে ভারত

কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

৩ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৯ বছর

আইপিএলের প্লে-অফের দৌড়ে কারা এগিয়ে?

১০

রিউমর স্ক্যানার / বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে গুজব ছড়াল ভারতীয় গণমাধ্যম

১১

রাজধানীতে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

১২

যমুনায় আকস্মিক পানি বৃদ্ধি, প্লাবিত শতাধিক বিঘার বাদামক্ষেত 

১৩

বরিশাল-ঢাকা মহাসড়কে প্রাণ গেল চিকিৎসকের

১৪

‘বিদ্যালয়ের শ্রেণিকক্ষে’ প্রধান শিক্ষকের জুয়ার আসর, ভিডিও ভাইরাল

১৫

শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু

১৬

ডিআরএস বিতর্কে আবারও উত্তাল আইপিএল

১৭

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

১৮

মানসিক স্বাস্থ্যসেবায় এআই ‘থেরাবট’

১৯

ভায়াডোলিদের মাঠে ঘাম ঝরানো জয় বার্সার

২০
X