কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

দুই দিনের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা বিচার বিভাগীয় কর্মচারীদের

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন দুই দিনের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান এবং ব্লকপদ বিলুপ্ত করে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দুই দফা দাবি পূরণ না হওয়ায় নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়।

শুক্রবার (১৬ মে) পুরান ঢাকার একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. রেজোয়ান খন্দকার এ ঘোষণা দেন। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী মো. সালাউদ্দিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেজোয়ান খন্দকার বলেন, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ৫ মে সারাদেশে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা নিজ নিজ আদালত প্রাঙ্গণে সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করে। তবে আমাদের দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি৷ সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২২ ও ২৩ জুন দুই দিন সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা অর্ধদিবস সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে। এরপরেও দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি পালন করব।

তিনি আরও বলেন, ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়। বিচার বিভাগ পৃথক হওয়ার পর শুধুমাত্র বিচারকদের জন্য ৬টি গ্রেড রেখে পৃথক পে-স্কেলসহ নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হলেও সহায়ক কর্মচারীদের পে-স্কেলের আওতাভুক্ত করা হয়নি। বিচারকদের সঙ্গে আদালতের সহায়ক কর্মচারীরা একই দপ্তরে কাজ করা সত্বেও জুডিসিয়াল সার্ভিস পে-স্কেলের আলোকে বিচারকদের বেতন-ভাতাদি প্রদেয় হলেও সহায়ক কর্মচারীরা জনপ্রশাসনের আলোকে বেতন-ভাতাদি পেয়ে থাকেন।

তিনি বলেন, বিচারকদের জন্য বিচারিক ভাতা, চৌকি ভাতা, ডিসেম্বর মাসে দেওয়ানি আদালতের অবকাশকালীন দায়িত্ব ভাতাসহ ফৌজদারি আদালতে দায়িত্ব পালনের জন্য এক মাসের মূল বেতনের সমপরিমাণ অবকাশ ভাতা প্রদানের বিধান থাকলেও বিচার সহায়ক কর্মচারীরা অনুরূপ কোনো ভাতা প্রদান করা হয় না। এক কথায় বিচার বিভাগ পৃথকীকরণের পর বিচারকদের জন্য কিছু সুযোগ সুবিধা প্রদান করা হলেও সম্পূর্ণরূপে বঞ্চিত করা হয়েছে সহায়ক কর্মচারীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বানুমোদন ছাড়া রেললাইনের আশপাশে পশুর হাট নয়

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের যুবারা

গোপন বৈঠকে ইসরায়েল-সিরিয়া, আব্রাহাম চুক্তি আলোচনায়

বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে

মালয়েশিয়ার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে ‘খালিদ বিন ওয়ালিদ’

ফারাক্কার কারণেই বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে : উপদেষ্টা ফরিদা

দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে : এ্যানি

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর : রাষ্ট্রের মুখোশে ব্যক্তিগত স্বার্থ?

গ্রামে তিন মাস আত্মগোপনে থাকা মমতাজ যেভাবে ঢাকায় আসেন

ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন কাজের অগ্রগতি পরিদর্শনে উপাচার্য

১০

সাবেক-বর্তমান জবিয়ানদের সমাগমে কাকরাইলে জনস্রোত

১১

গাজার সম্ভাব্য দুর্ভিক্ষ স্বীকার করে ট্রাম্পের বার্তা

১২

শেরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৩

ফ্যাসিস্টের সহযোগীদের লাইসেন্স বাতিল না করলে বিটিআরসি ঘেরাওয়ের হুমকি

১৪

‘প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চাই’

১৫

বাংলাদেশ ফাইন্যান্সের ঘুরে দাঁড়ানো শুরু : ঝুঁকি ব্যবস্থাপনায় দৃঢ়তা, মুনাফায় প্রত্যাবর্তন

১৬

উপদেষ্টা মাহফুজের উপর বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে আটক

১৭

আদালতে চোরাই গরুর নিলাম, কিনলেন আইনজীবী

১৮

পুলিশি হামলা থেকে রক্ষা পাননি জুলাই বিপ্লবে আহত জবি শিক্ষার্থীরাও

১৯

ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধা কোথায়- প্রশ্ন নজরুল ইসলামের

২০
X