কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৪:৪৬ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীর নামে মামলা করলেন সানাই মাহবুব

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে সানাই মাহবুব। ছবি : কালবেলা
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে সানাই মাহবুব। ছবি : কালবেলা

যৌতুকের অভিযোগ এনে স্বামী আবূ সালেহ মূসার বিরুদ্ধে মামলা করেছেন আলোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব।

বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে বাদী হয়ে সানাই মাহবুব এ মামলা করেন।

সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জানান, ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব আদালতে মামলা করেছেন। টাকার জন্য তার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ২৭ মে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র এবং ১৫ ভরি স্বর্ণ দেওয়া হয়, যা আসামির বাসায় রয়েছে। চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে আবূ সালেহ মূসা সানাই মাহবুবকে তার পরিবারের কাছ থেকে টাকা এনে দিতে বলে। সানাই মাহবুব নিজের জমানো ১২ লাখ এবং বাবার কাছ থেকে ৭ লাখ সর্বমোট ১৯ লাখ টাকা এনে দেয়। কিন্তু আবূ সালেহ মূসা ওই টাকা নষ্ট করে ফেলে।

পরে, ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য স্ত্রীকে দেহব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন তিনি। পুনরায় আবূ সালেহ মূসা সানাই মাহবুবের কাছে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। তবে তা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসামি। গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামি বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাসা থেকে বের হয়ে যায়। দাবি করা ২২ লাখ টাকা না দিলে সংসার করবে না মর্মে জানায়। মোটা অঙ্কের টাকা নিয়ে অন্যত্র বিয়ে করার হুমকি দেয়।

সানাই মাহবুবের পরিবার তাকে বোঝানোর চেষ্টা করেন এবং সশরীরে এসে কথা বলার জন্য বলেন। গত ১২ মে আবূ সালেহ মূসা সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় যান। কথাবার্তার একপর্যায়ে পুনরায় ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। তবে তারা যৌতুক দিতে অস্বীকৃতি জানান। এ কথা শুনে আবূ সালেহ মূসা ক্ষিপ্ত হয়ে সংসার করবে না জানিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। অন্যত্র বিয়ে করার হুমকিও দেয়। সানাই মাহবুব যৌতুকবিহীন সংসার করার জন্য একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে চেষ্টা করেছেন মর্মে মামলার অভিযোগে উল্লেখ করেন।

এরপর, সংসার করার জন্য সানাই মাহবুব গত ৭ ও ২২ জুলাই আবূ সালেহ মূসাকে লিগ্যাল নোটিশ পাঠান। আবূ সালেহ মূসা ৭ জুলাইয়ের লিগ্যাল নোটিশ গ্রহণ করে ১৭ জুলাই অসন্তোষ, মিথ্যা, বানোয়াট ও মানহানিকর জবাব দেন। ৩১ জুলাই আবূ সালেহ মূসা সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় গিয়ে বলেন, ‘তুই শতবার সংসার করার জন্য লিগ্যাল নোটিশ পাঠালেও আমি লিগ্যাল নোটিশ আর গ্রহণ করব না এবং যৌতুক বাবদ আমার দাবিকৃত ২২ লাখ টাকা না দিলে সংসার করব না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকবেন তারেক রহমান

পরিবার নিয়ে পূর্বাচলের অভ্যর্থনা পরিদর্শনে নজরুল ইসলাম আজাদ

নিজের নামে যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা ট্রাম্পের

মুগ্ধতায় শেহতাজ

ঘুষ প্রদানে শীর্ষে নোয়াখালী জেলার মানুষ : বিবিএস

চট্টগ্রাম-৩ আসনে মনোনয়ন নিলেন বিএনপি নেতা মিল্টন ভুঁইয়া

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ : আনু মোহাম্মদ

বাংলাদেশে ফ্যাসিবাদকে আর ফিরতে দেওয়া হবে না : মঞ্জু

ওসমান হাদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন নিলুফার মনি

ক্রাউন সিমেন্টে পিএলসির নগদ লভ্যাংশ অনুমোদন

১০

নরসিংদী-৩ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেলেন মনজুর এলাহী

১১

তারেক রহমানের সফরসঙ্গী যারা

১২

গোবিপ্রবিসাসের নেতৃত্বে রাসেল-নাঈম

১৩

ওসমান হাদি হত্যায় মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার

১৪

সড়কে ঝরল অন্তঃসত্ত্বা নারীসহ ২ জনের প্রাণ

১৫

কম ঘুমে শরীরের বড় ক্ষতি হতে পারে, জানালেন বিশেষজ্ঞ

১৬

এসিআই মোটরসে প্রোডাক্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

১৭

জোনায়েদ সাকিকে সমর্থন জানিয়ে যে আসন ছাড়ল বিএনপি

১৮

টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ৯ মাস, বাড়ছে চোরাচালান

১৯

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

২০
X