সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের মামলায় জামিন পেলেন ৪৯ আইনজীবী

পুলিশের করা মামলায় জামিন পেলেন ৪৯ আইনজীবী। ছবি : সংগৃহীত
পুলিশের করা মামলায় জামিন পেলেন ৪৯ আইনজীবী। ছবি : সংগৃহীত

হামলার অভিযোগে পুলিশের করা মামলায় আত্মসমর্পণের পর ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকীসহ ৪৯ আইনজীবী পেয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- আব্দুল হান্নান ভুইয়া, আব্দুল খালেক মিলন, আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম শাহীন, শাম্মী আক্তার। বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ১৩ সেপ্টেম্বর বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে ঢাকা আইনজীবী সমিতি ভবনের নিচে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট নামে ব্যানার এবং সরকারবিরোধী বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে উল্লেখিত আসামিরাসহ অজ্ঞাতনামা বিএনপি ও তার অঙ্গসংগঠনের সমর্থিত আরও অনেক আইনজীবী তাদের নির্ধারিত কর্মসূচি পদযাত্রা সফল করার লক্ষ্যে জড় হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট কায়সার কামাল, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মো. ওমর ফারুক ফারুকীদের নেতৃত্বে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ব্যানারসহ আইনজীবীরা মিছিল করতে করতে ঢাকা আইনজীবী সমিতি ভবন থেকে জনসন রোডের ঢাকা আইনজীবী সমিতি ভবনে প্রবেশ মুখে প্রধান সড়কের ওপর চলে আসেন।

তখন পুলিশ আইনজীবীদের রাস্তা অবরোধ না করার জন্য বারবার অনুরোধ করেন। তবে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে তারা প্রধান সড়কে এসে রাস্তা অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তখন তারা সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে কর্তব্যরত পুলিশের ওপর প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং তাদের হাতে থাকা প্ল্যাকার্ডের লাঠি দিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের পিটিয়ে আহত করেন। এসময় আত্মরক্ষার্থে এবং যান চলাচল ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখাসহ আদালত প্রাঙ্গণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে আইনজীবীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ সদস্যরা। এ ঘটনায় মিছিলকারী আইনজীবীদের নিক্ষিপ্ত ইটপাটকেল ও প্ল্যাকার্ডের লাঠির আঘাতে কোতোয়ালি জোনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, কোতোয়ালি থানার এসি শাহিনুর ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান, ওসি অপারেশন নাজমুল হক, এএসআই বসির ও কনস্টেবল রুহুল আমিন, আনসার সদস্য সুমন আলী আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন, আসামি গ্রেপ্তার

কমিটি দিতে আড়াই লাখ দাবি, নেতা বললেন ‘এটা শুধুই মজা’

‘কার্টফেল ক্যোনিগ’ জার্মানির আলুর কিংবদন্তি

সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে : প্রেস সচিব

মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ট্রাম্পের বাণিজ্য বার্তার পর কমলো স্বর্ণের দাম

ঢাবি শিক্ষার্থী মুন্নাছ বাঁচতে চান

নেশাগ্রস্ত চরিত্রে অভিনয় করাটা চ্যালেঞ্জিং: উপমা

শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  

১০

নাটক নির্মাণে চিকন আলী 

১১

ব্রিকসের দেশগুলোর ওপর আরও ১০ শতাংশ শুল্কের হুমকি

১২

কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

১৩

কোনাল-আমিনুলের ‘আমার কি হও তুমি’ 

১৪

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির হুমকিতে ইউরোপীয় পণ্য, বিশ্ববাজারে অস্থিরতা

১৫

বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক

১৬

কেবিনে নেওয়া হয়েছে ফরিদা পারভীনকে

১৭

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

রেস্ট হাউসে নারীকাণ্ডের সেই ওসি প্রত্যাহার

১৯

মানবতাবিরোধী অপরাধের মামলা / শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আদেশের দিন ধার্য

২০
X