ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৩:২১ এএম
অনলাইন সংস্করণ

ঢাবির কোটা বিরোধীদের সঙ্গে একাত্মা বুয়েট

কোটা বিরোধীদের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
কোটা বিরোধীদের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরাও। রোববার (১৪ জুলাই) রাত পৌনে ২টার দিকে কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাবির টিএসসিতে আসেন। কিছুক্ষণ অবস্থানের পর তারা আবার চলে যান।

এর আগে কোটা সংস্কারের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। রোববার (১৪ জুলাই) রাত পৌনে ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলসহ প্রত্যেকটি হলের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, শামসুন্নাহার হল, কবি জসিম উদ্দিন হল, বঙ্গবন্ধু হল, জিয়াউর রহমান হলসহ বিজ্ঞান অনুষদের হলগুলোর কয়েক হাজার শিক্ষার্থী ক্যাম্পাসে বের হয়ে বিক্ষোভ মিছিল করেন।

এদিকে, মিছিলে যোগ দেওয়া ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল, মাস্টারদা সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও এফ রহমান হলের শিক্ষার্থীদেরকে আটকে রাখার চেষ্টার অভিযোগ উঠেছে। কিন্তু অন্যান্য হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে এই হলগুলোর মূল ফটকের তালা ভেঙে আগ্রহী শিক্ষার্থীদেরকে উদ্ধার করে মিছিলে যুক্ত করেন।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী কালবেলাকে বলেন, সূর্যসেন হল, মুহসীন হল, একাত্তর হল, এ এফ রহমান হল ও সার্জেন্ট জহুরুল হক হলে আটকে রাখা শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে এবং মিছিলে যুক্ত করা হয়। জহুরুল হক হলের টিভি রুমে শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছিল।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশিদ বলেন, বিজয় একাত্তর হলগেট বন্ধ রাখা হয়েছিল। সেখানে আটকে রাখা শিক্ষার্থীদের উদ্ধার করতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ আহত হন।

আন্দোলনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী বলেন, দেশের অধিকাংশ মানুষ বীর মুক্তিযোদ্ধা কোটাসহ কোনো কোটা চায় না। দেশের মানুষ চায় মেধার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ হোক।

এদিকে ঢাবির পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। কালবেলার প্রতিনিধিরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তাতীবাজার মোড় অবরোধ করেছেন। রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে এসে তারা ওই সড়কে অবস্থান নেন।

এর আগে রাত পৌনে ১১টার দিকে ছাত্রীরা হল থেকে এবং আশেপাশে মেসে থাকা ছেরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন।

রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শামসুজ্জোহা চত্বরে একত্রিত হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা।

এ ছাড়া চবি, কুবি, বেরোবি, খুবিসহ আরও বেশ কয়েকটি ক্যাম্পাস মধ্যরাতে উত্তাল হয়ে উঠে।

এদিকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে হলে ফিরেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রোববার (১৪ জুলাই) রাত ২টার দিকে তারা হলে ফিরে যান। কিন্তু শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্রলীগের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই সচিবকে ওএসডি 

সাংবাদিকদের বেতন নিয়ে উপদেষ্টা নাহিদের ঘোষণা

ইলিশ কেনাবেচায় অনলাইনে প্রতারণা ঠেকাতে ৪১ পেজ শনাক্ত

টাইগারদের বিপক্ষেই ঐতিহাসিক এক মাইলফলক ছুঁতে পারেন কোহলি

অপু বিশ্বাসের রহস্যজনক স্ট্যাটাস

পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের নামে হত্যা’ / আছাদুজ্জামান ৭ দিনের রিমান্ডে

পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে কড়া পদক্ষেপের ঘোষণা পুতিনের

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হলেন আবদুল হান্নান চৌধুরী

৪০ হাজার টাকা মাসিক বেতনে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

ফুল দিয়ে নতুন অধ্যক্ষকে বরণ করে নিল শিক্ষক-শিক্ষার্থীরা

১০

মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ

১১

শহীদদের স্মরণসভা স্থগিত, আলোচনায় ৫ কোটি টাকা

১২

‘মৃত ভেবে আমাকে কম্বল দিয়ে ঢেকে রেখে চলে যায়’

১৩

জবি থেকে উপাচার্য নিয়োগে শিক্ষাসচিবের সঙ্গে সাক্ষাৎ

১৪

দেশ গড়তে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন ড. ইউনূস

১৫

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি

১৬

সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার নিন্দা ও প্রতিবাদ বিএজে’র

১৭

টাকার অভাবে ওষুধ কিনতে পারছেন না গুলিবিদ্ধ সিফায়েত

১৮

জবি থেকে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল

১৯

শান্তদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

২০
X