শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৮:৫৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শাবির হল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার

শাবিপ্রবির শাহপরাণ হল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার। ছবি : কালবেলা
শাবিপ্রবির শাহপরাণ হল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার। ছবি : কালবেলা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেছেন আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জুলাই) বিকেলে ক্যাম্পাসে গায়েবানা জানাজার নামাজ আদায় শেষে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় কোটা আন্দোলনকারীরা। পরে বিকেল সাড়ে ৬টায় উদ্ধারকৃত অস্ত্র নিয়ে সংবাদ সম্মেলন করা হয়।

এতে কোটা আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, দেড় শতাধিক মদের বোতল, ১টি শর্টগান, ১টি রিভলবার, ৩টি চেইন, ১০০ স্টিলের পাইপ, ১০টি রামদা, ১২টি চাকু, ৩টি হাতুড়ি ও কিছু গাঁজা পেয়েছি। শুধু শাহপরাণ হলের বিভিন্ন কক্ষ থেকে এসব আমরা জব্দ করেছি। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর তল্লাশি চালাতে পারিনি। বৃহস্পতিবার (১৮ জুলাই) আমরা বাকি হলগুলোতে তল্লাশি করব। আমরা জানতে পেরেছি, তল্লাশির খবর জানতে পেরে সন্ত্রাসীরা অনেক অস্ত্র সরিয়ে ফেলেছে।

আসাদুল্লাহ আল গালিব আরও বলেন, বুধবার থেকে শাবিকে ছাত্রলীগ ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করলাম। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, আগামীতে যাতে রাজনৈতিক পরিচয়ে বা শক্তির জোরে হলের সিট বরাদ্দ না দিয়ে মেধা যাচাইয়ের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের আসন দেওয়া হয়।

তিনি বলেন, যাদের কক্ষে এসব জিনিস পেয়েছি তাদের আমরা শনাক্ত করতে পারিনি। তবে প্রশাসনের প্রতি দাবি, তারা এদের চিহ্নিত করে তাদের ছাত্রত্ব আজীবনের জন্য বাতিল করতে হবে।

সংবাদ সম্মেলন শেষে মাদকদ্রব্য ও অস্ত্রগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন আন্দোলনকারীরা।

শাহপরান হল প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক কৌশিক সাহা বলেন, ‘হলে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধারের ব্যাপারে অবগত আছি। কে বা কারা এইসব নিয়ে আসছেন তা তদন্ত সাপেক্ষে বের করা হবে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাইকে হল ছাড়ার নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কোটা আন্দোলনকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে এআই ও চাকরিমুখী প্রশিক্ষণ চালু করছে গুগল 

লোকালয়ে মেছোবাঘ, অতঃপর...

বিরল সিদ্ধান্তে চমকে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

একযোগে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

চীন থেকে দেওয়া সারজিসের স্ট্যাটাস ভাইরাল

যে হাতে সন্ত্রাসী-দুর্নীতিবাজদের বিরুদ্ধে লিখি, সে হাতেই হাতকড়া : সাংবাদিক পান্না

আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা 

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ

সংকটে তাঁতশিল্প, কাজ হারিয়েছেন লক্ষাধিক

লাল না সবুজ আপেল, কোনটা বেশি উপকারী?

১০

ইঞ্জিন চালু করতেই আগুন ধরে গেল অ্যাম্বুলেন্সে

১১

ক্রিকেটে ‘ফিরছেন’ শোয়েব আখতার-আফ্রিদি, খেলবেন টি-টোয়েন্টি ম্যাচ

১২

টনসিল অপারেশনে শিশুর মৃত্যু, পুলিশ হেফাজতে ২ চিকিৎসক

১৩

চাকরি গেল সাবেক ম্যানইউ ও রিয়াল মাদ্রিদে কোচের

১৪

নির্বাচনী রোডম্যাপে জনআকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি : এবি পার্টি

১৫

শুটিং সেটে ঝগড়া করলেন আয়ুষ্মান-সারা

১৬

ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : ফারুক

১৭

মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা উদযাপনে নানা আয়োজন

১৮

‘প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি হয়ে গেছেন’

১৯

ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত

২০
X