বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৮:১৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আমি থাকতে ক্যাম্পাসে পুলিশ ঢুকতে দেব না : বাকৃবি প্রক্টর

আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ছবি : কালবেলা
আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেছেন, আমি থাকতে ক্যাম্পাসে পুলিশ আসতে দেব না, ক্যাম্পাসে পুলিশ আসলে পদত্যাগ করব। যে কোনো বিষয়ে আমরা কথা বলব, পুলিশ আসবে না।

বুধবার (১৭ জুলাই) আন্দোলনকারীদের উদ্দেশ্যে প্রক্টর এসব কথা বলেন।

এদিন বিকেল ৩টা থেকে বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশনা প্রচারের সঙ্গে সঙ্গে প্রতিবাদের ঝড় ওঠে। ঘোষণার প্রতিবাদে এবং ওই নির্দেশনা প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেন প্রায় পাঁচ শতাধিক আন্দোলনকারীরা।

আন্দোলনের অংশ হিসেবে উপাচার্যের বাসভবনের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। একপর্যায়ে সন্ধ্যার দিকে দাবি আদায়ে উপাচার্যের বাসভবনে তালা দেন। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তার উদ্দেশ্যে প্রক্টর এসব কথা বলেন।

অবস্থান কর্মসূচি চলাকালীন উপাচার্যকে বিকেলে ৫টা পর্যন্ত আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। এর ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে ২০ জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য এবং শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।

এ সময় শিক্ষার্থীদের আশ্বস্ত করে উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। সেখানে তোমরা হয়ত আশানুরূপ একটি সিদ্ধান্ত পাব। তখন হয়ত শিক্ষার্থীদের আন্দোলন আর নাও থাকতে পারে। তোমাদের আমি শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি।

উপাচার্যের এমন মন্তব্যে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। দাবি আদায়ের জন্য উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না এসং বাসভবনের ভেতরের কাউকে বের হতে দিবেন না বলে জানান আন্দোলনকারীরা।

এর আগে দুপুর আড়াইটায় নিহত আন্দোলনকারীদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের আত্মার মাগফিরাত করে দোয়া করেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, দেশব্যাপী কোটা আন্দোলন নিয়ে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় বুধবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবিতে) সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রসাশন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভার এ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বাধ্যতামূলক শিক্ষার্থীদের হল ত্যাগ করার ঘোষণা দিয়েছে প্রশাসন। এ ঘোষণা প্রচারিত হওয়ার পর থেকেই বিক্ষুব্ধ হয়ে উঠেছেন আন্দোলনকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ

১০

বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : শিশির মনির

১১

আলোচনা ছাড়াই করা গোপন চুক্তিতে জনগণের দায় নেই : জোনায়েদ সাকি

১২

ধানের শীষ শুধু নির্বাচনী নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষারও প্রতীক : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৩

খাঁচা থেকে সিংহ পালানোর ঘটনায় তদন্ত কমিটি

১৪

ইসরায়েলকে হুঁশিয়ার করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী

১৫

ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান

১৬

পরীক্ষক আসবেন শুনে জানালা দিয়ে বই নিক্ষেপ, অতঃপর...

১৭

ফ্লাইট বাতিলের হিড়িক, যে কৌশলে বিয়ের অনুষ্ঠান সারলেন বর-কনে

১৮

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু সাদকা করলেন কায়কোবাদ 

১৯

৫০০ রিকশাচালককে নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

২০
X