জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১০:২০ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার ভাই কোথায়, কেউ জানে না’

কোটা সমন্বয়ক আরিফ সোহেলের খোঁজের দাবিতে ছোটবোন জাবি শিক্ষার্থী উম্মে খায়ের ঈদি। ছবি : কালবেলা
কোটা সমন্বয়ক আরিফ সোহেলের খোঁজের দাবিতে ছোটবোন জাবি শিক্ষার্থী উম্মে খায়ের ঈদি। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেলের সন্ধান চেয়ে তার ছোটবোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী উম্মে খায়ের ঈদি বলেন, সাদা পোশাকে থাকা কিছু মানুষ গভীর রাতে জোরপূর্বক বাসায় ঢুকে আমার ভাইয়াকে তুলে নিয়ে গেছে। সারা দিন যাকেই জিজ্ঞাসা করি, আমার ভাই কোথায়, তারা কেউ জানে না বলে জানায়।

রোববার (২৮ জুলাই) আরিফ সোহেলসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহিদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উম্মে খায়ের ঈদি বলেন, সাদা পোশাকে থাকা কিছু মানুষ গভীর রাতে জোরপূর্বক বাসায় ঢুকে আমার ভাইকে তুলে নিয়ে গেছে। এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আশুলিয়া থানায় নিয়ে যাবে বলেছিল, কিন্তু সেখানে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বেশ কয়েকটি থানায় যোগাযোগ করেছি, কেউ কিছু বলতে পারছে না। আমার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিলম্বে আমার ভাইয়ের মুক্তি চাই।

দর্শন বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী সজিব আহম্মেদ জেনিচের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সভাপতি অমর্ত্য রায়, স্মরণ এহসান প্রমুখ।

এদিকে আরিফ সোহেলের মুক্তি চেয়ে বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্যরা।

এ সময় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। যাকে যেখানে পাচ্ছে সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। এমনকি আমাদের গ্রামের বাড়িতে গিয়ে তারা হাজির হচ্ছে। আমরা আমাদের জীবন নিয়ে শঙ্কিত।

তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আরিফ সোহেলসহ সব সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে সরকারকে আহ্বান জানাই। শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস খুলে দেওয়া হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

কে এই তামিম রহমান?

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১০

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১১

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১২

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

১৩

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

১৪

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

১৫

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

১৬

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১৭

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

১৮

আবারও স্বর্ণের দামে রেকর্ড

১৯

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

২০
X