বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ববিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কোটা সংস্কার আন্দোলনকারীদের মিটিংয়ে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৯ জুলাই) দুপুরে ববির গ্রাউন্ড ফ্লোরে এ ঘটনা ঘটে। এরপর আন্দোলনকারীরা গেট থেকে বের হওয়ার সময় দ্বিতীয় দফায় ফের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভসহ ১০ জন আহত আন্দোলনকারীকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের ববি সমন্বয়ক সুজয় শুভ বলেন, কোটা সংস্কার আন্দোলনে আমাদের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণে ২০ আন্দোলনকারী ববির গ্রাউন্ড ফ্লোরে মিটিং করছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা একে আরাফাতের নেতৃত্বে ২০ থেকে ৩০ ছাত্রলীগ নেতাকর্মী লাঠি, রড ও পাইপ নিয়ে হামলা চালায়।

তিনি বলেন, ছাত্রলীগের মাহমুদুল হাসান তমাল, আল সামাদ শান্ত, খালেদ হাসানা, শাহরিয়ার সান, সাব্বির, জাইফ, সাইফ, শরিফুল ইসলাম, রাকিবুল ইসলামকে আমরা শনাক্ত করতে পেরেছি। হামলার পর ক্যাম্পাস থেকে চলে যাওয়ার সময় দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আমাদের মিটিং কেন্দ্র করে সকাল থেকেই পুলিশ, বিজিবি ও র‌্যাব ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। তাদের সামনেই আমাদের বেধড়ক মারধর করে ছাত্রলীগ।

বরিশাল নগর পুলিশের বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল বলেন, কোটা সংস্কার আন্দোলনের মিটিং শেষ দিকে ছিল। তখন কোটা সংস্কার নিয়ে সরকারের প্রজ্ঞাপনকে সমর্থন জানানো কিছু শিক্ষার্থী গেট দিয়ে প্রবেশ করে। তখন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও অন্য এক গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তারা ছাত্রলীগ কি না, তা বলতে পারব না, তবে তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা অভিযুক্ত একে আরাফাতের মোবাইল নম্বরে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এদিকে রোববার কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা ক্যাম্পাসে গ্রাফিতি অঙ্কন করতে গেলে হামলার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা- এমন অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আবারও হত্যা মামলা

আশাশুনির মেধাবী শিক্ষার্থী রাজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নতুন সিনেমায় বুবলী, প্রযোজক আওয়ামী লীগ নেতা

টঙ্গীতে ঝুট ব্যবসার দ্বন্দ্বে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে : শ্রম সচিব

মোরেলগঞ্জে বিচার চেয়ে মানববন্ধনে প্রতিপক্ষের হামলা

পট-পরিবর্তনের সুযোগে খ্রিস্টান কো-অপারেটিভ ও কালব দখলের ষড়যন্ত্রের অভিযোগ

হঠাৎ সোহানা সাবার রহস্যজনক স্ট্যাটাস 

কতিপয় রাজনৈতিক দল আ.লীগের পথেই হাঁটছে : জিএম কাদের

কথা রাখলেন মিরাজ

বন্যায় বিপর্যস্ত কুমিল্লা, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

১০

আ.লীগ রাতে কালনাগিনী, দিনের বেলায় ওঝা : মামুনুল হক

১১

যুক্তরাষ্ট্রে ১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের হানা

১২

খাগড়াছড়িতে শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩

কোনো বাসকে বিশেষ সুবিধা দিতে চাই না : ডিএসসিসি প্রশাসক

১৪

তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত পাবনাবাসী

১৫

সারেতে বল হাতে দুর্দান্ত সাকিব 

১৬

আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ

১৭

চালের বাজারে চালবাজি / সিন্ডিকেট নিয়ন্ত্রণে করপোরেট প্রতিষ্ঠান

১৮

দুই সচিবকে ওএসডি 

১৯

সাংবাদিকদের সুখবর দিলেন উপদেষ্টা নাহিদ

২০
X