ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ৪টি ছাত্রী হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
রবিবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপাচার্য রোকেয়া হল, শামসুন নাহার হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন এবং ছাত্রী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক কাজ হচ্ছে হলগুলোতে শৃঙ্খলা নিশ্চিত করে শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা।
এসময় শিক্ষার্থীরা হলের আসন সংখ্যা বৃদ্ধি, প্রথম বর্ষের শিক্ষার্থীদের গণরুম প্রথা বন্ধ করা, পড়াশোনার অনুকূল পরিবেশ নিশ্চিতকরা, খাবারের মানোন্নয়ন, ফ্রি ওয়াইফাই সংযোগসহ হলের সামগ্রিক বিষয়ে প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন। উপাচার্য শিক্ষার্থীদের কথা শোনেন এবং সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য করুন