বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধ্যাপক।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী যোগদানের তারিখ থেকে চার বছর এ পদে দায়িত্ব পালন করবেন। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর গত ৬ আগস্ট দুপুর থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির তৎকালীন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ট্রাস্টি বোর্ড।
মন্তব্য করুন