মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবি প্রেস ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাবিপ্রবি প্রেস ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি : কালবেলা
পাবিপ্রবি প্রেস ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেস ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বর্ণ্যাঢ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এরপর প্রেস ক্লাবের কার্যালয়ে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, ‘যারা সমাজে সততার সঙ্গে কাজ করে মানুষ তাদের মন থেকে সম্মান করেন। গত ১৬ বছরের যারা ভালো সাংবাদিকতা করেছে তারা মানুষের ভালোবাসা পাচ্ছেন। তোমাদের লোভ-লালসা থেকে দূরে থাকতে হবে। জাতির জন্য কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। পাবনার সমস্যা নিয়ে কাজ করা এবং পাবনাকে এগিয়ে নিতে হবে।’

পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান বলেন, ‘সাংবাদিকতা পেশা মানে এই নয়, আমরা সকালে বের হবো বিকেলে পকেটভর্তি টাকা নিয়ে ঘরে ফিরব। এটা ত্যাগের পেশা, সেবার পেশা। এই পেশাজীবী হতে গেলে পয়সা লোভী বা অর্থের চিন্তা করা যাবে না। সাংবাদিকদের সম্মান, মর্যাদা, বিবেক, দায়িত্ববোধ সবকিছু মিলিয়ে কাজ করে যেতে হবে।’

সভাপতির বক্তব্যে পাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘পাবিপ্রবি প্রেস ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চেষ্টা করে আসছে। আমরা আমাদের এ পথচলায় বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি মানুষের সহযোগিতা পেয়েছি সেজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে কাজ করার জন্য আমরা সবার সহযোগিতা চাই।’

এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রক্টর ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন চৌধুরী, সহকারী পরিচালক মো. বাবুল হোসেন, বৈশাখী টিভির পাবনা প্রতিনিধি মিজানুর রহমানসহ পাবিপ্রবি প্রেসক্লাবের সাংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১০

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১১

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১২

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১৪

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১৫

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১৬

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১৭

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১৮

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১৯

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

২০
X