ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইবিতে র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি, মামলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছবি : কালবেলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছবি : কালবেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে র‌্যাগিংয়ের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। মঙ্গলবার (১৮ নভেম্বর) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

কমিটির আহ্বায়ক ড. আকতার হোসেনের নেতৃত্বে অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফকরুল ইসলাম ও হলটির আবাসিক শিক্ষক ও ফার্মেসি বিভাগের প্রভাষক রসুল করীম। সদস্য সচিব হিসেব রয়েছেন হলটির সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমান। কমিটিকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ দিকে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী তারেক বাদী হয়ে অভিযুক্ত ৯ শিক্ষার্থীর বিরদ্ধে ইবি থানায় মামলা দায়ের করেন। বাংলাদেশ দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারায় এই মামলায় দায়ের করা হয়। মামলার বিবাদীরা হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফ শেখ, লিমন, কান্ত বড়ুয়া, সাব্বির ও সঞ্চয়, জিহাদ, শফিউল্লাহ, তরিকুল ও মুকুল। এ সময় থানায় সোমবার রাত থেকে পুলিশি হেফাজতে থাকা অভিযুক্ত পাঁচজনকে কুষ্টিয়া কোর্টে চালান করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা নাছির উদ্দীন।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফরিদ উদ্দীন বলেন, মামলার পর আটককৃত পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালনা করা হবে।

জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীদের সাদ্দাম হোসেন হলের সামনে ডাকেন অভিযুক্ত শেহান। পরে তাদের লালন শাহ হলের ৩৩০ নম্বর রুমে ডেকে নেন অভিযুক্ত দুই শিক্ষার্থী সাব্বির ও সঞ্চয়। এ সময় অ্যাসাইন্টমেন্ট লেখার কথা বললে ভুক্তভোগীদের মধ্য থেকে শামীম, সাইম, রাকিবুল ও হামজাকে রেখে বাকিদের ছেড়ে দেয় তারা। এরপর এই চারজনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে জানান ভুক্তভোগীরা।

পরে ভুক্তভোগীদের পাঁচ রকম হাসি দিতে বলা, কল দিয়ে বাজে ভাষা বলা এবং নাচতে বলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাব্বির ও সঞ্চয়কে হাতেনাতে ধরে ফেলেন হলের সিনিয়র আবাসিক শিক্ষার্থী হাসানুল বান্না। অভিযুক্ত শরিফ শেখ, লিমন, কান্ত বড়ুয়া ও সাকিবকে ফোন দিয়ে কৌশলে ডেকে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে তাদের ইবি থানায় সোপর্দ করেন। সাকিবের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ না পাওয়ায় তাকে ছেড়ে দেয় পুলিশ।

এর আগে গত ১৬ নভেম্বর রাত ১১টার দিকে ভুক্তভোগীদের ক্যাম্পাস সংলগ্ন সাদী অ্যান্ড হাদী ছাত্রাবাসে ডাকেন অভিযুক্ত শফিউল্লাহ, তরিকুল, মুকুল, সাব্বির, সাকিব, শেহান, কান্ত বড়ুয়া এবং জিহাদ। রাত আড়াইটা পর্যন্ত তারা ভুক্তভোগীদের শারীরিক ও মানসিক নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় কয়েকজন ভুক্তভোগীকে পর্ন তারকাদের নাম জিজ্ঞেস করা হয়। এ ছাড়া কাউকে পর্ন তারকা সেজে অভিনয় করতে বলা, তিনজনকে দিয়ে অশ্লীল কবিতা পাঠ করানো ও নানাভাবে হুমকি দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের পেজটি গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট

সরকারি ইজারাবিহীন বালুমহালে মোবাইল কোর্টের হানা

পর্দায় শুভশ্রীর সঙ্গে নিজেকে দেখে অশ্রুসিক্ত দেব

মার্কিন শুল্কে কঠোর অবস্থানে মোদি

‎নামাজ শেষে বেরিয়ে সড়কে গেল জামায়াত নেতার প্রাণ

মারা গেছেন কেজিএফের জনপ্রিয় অভিনেতা

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

নেদারল্যান্ডসের চমক, বাংলাদেশ সফরের আগে বদলে ফেলল স্কোয়াড

১০

ঢাকার ব্যস্ততম দুই সড়ক অবরোধ

১১

রিজার্ভ চুরি মামলা  / ৮৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন

১২

সেই টাইসনকে খুঁজে পাওয়া যাচ্ছে না  

১৩

ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কী খাবেন, কী খাবেন না

১৪

চারটি করে আসন চান মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের প্রতিনিধিরা

১৫

ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা নেবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট

১৭

আড়াই মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

১৮

জাতীয় দলের সাবেক খেলোয়াড় মাদক ও অস্ত্রসহ আটক

১৯

বাতিল হচ্ছে রাজনৈতিক বিবেচনায় পাওয়া পরীক্ষা কেন্দ্র

২০
X