কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আইএসইউতে আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা

আইএসইউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
আইএসইউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে । রোববার (১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

উপাচার্য বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের আগে ও পরে সব আন্দোলন শিক্ষার্থীরাই সফল করেছেন। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আহতদের প্রতি সমবেদনা জানান তিনি।

তিনি বলেন, স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনীতিবিদরা বহু বছর চেষ্টা করেও যা করতে পারেনি, জনগণকে সম্পৃক্ত করে তা সফল করেছে দেশের ছাত্র সমাজ। এ জন্য তাদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার ক্ষমতার মসনদে বসতে না পারে সেজন্য শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘আন্দোলনের সময় রাজপথে যখন নেমেছিলাম তখন মনে হচ্ছিল যুদ্ধে এসেছি। জীবন নিয়ে ফিরে আসতে পারব কখনো ভাবিনি।

যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে শিক্ষার্থীরা আরও বলেন, বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচারের জায়গা হবে না। আগের প্রজন্মের ব্যর্থতার কারণে রাজনীতির প্রতি এ প্রজন্ম আগ্রহ হারিয়েছিল। আমরা এমন একটা সমাজব্যবস্থা তৈরি করতে চাই, যাতে আগামী প্রজন্ম রাজনীতির প্রতি আগ্রহী হয়। তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।

প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. একরামুল হক। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত  

আদানি গ্রুপের কর ফাঁকির অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিজেআইএমের সিম্পোজিয়াম

যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি

হিন্দু-মুসলিম আমরা এক বৃন্তে দুটি ফুল : মির্জা ফখরুল

বিবাহিতদের এএসপি পদে নিয়োগ না করার প্রস্তাব

এনবিআর চেয়ারম্যানের কক্ষ ঘেরাও কাস্টমস-ট্যাক্সের কয়েকশ কর্মকর্তার

উত্তরায় অপহরণের ঘটনায় প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২

ছেলেকে হত্যা করে থানায় বাবার আত্মসমর্পণ

পাকিস্তানের পারমাণু অস্ত্র কোথায় মজুত আছে?

১০

অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

১১

টেস্টে ফেল করেও পরীক্ষার টেবিলে বসবে সেই ৫০ শিক্ষার্থী!

১২

১৭ বছর পর বাংলাদেশের ম্যাচ দিয়ে ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

১৩

কুমিল্লায় দুই মামলায় আসামিপক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ

১৪

বিদ্যুৎ সংকটের অবসান, পুরোদমে চলছে ডিইপিজেডে উৎপাদন

১৫

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

১৬

বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা 

১৭

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা 

১৮

তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন 

১৯

হলুদ ছেড়ে লাল জার্সির খবরে প্রশ্নের মুখে ব্রাজিল!

২০
X