ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ঢাকা কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। ছবি : কালবেলা
ঢাকা কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে কলেজটির নর্থ হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এরপর মিছিলটি হলপাড়া প্রদক্ষিণ করে নাইমের গলি হয়ে কলেজের মূল ফটকে সমাপ্ত হয়।

এ সময় তারা ‘আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, ঢাকা কলেজে হবে না’, ‘আদু ভাইয়ের ঠিকানা, ঢাকা কলেজে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব চাই,’ ইত্যাদি স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাকিব বলেন, দুই দিন ধরে ছাত্রদলের পদবঞ্চিত ও পদধারী দুই গ্রুপের কিছু নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়েছে যা অত্যন্ত লজ্জাজনক। আমরা জুলাই-আগস্ট বিপ্লবে ২ হাজার শহীদের বিনিময়ে শেখ হাসিনাকে হটিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু এতদিন ছাত্রলীগ যে কাজটা করেছিল ককটেল বিস্ফোরণ করে ছাত্রদলের ভাইয়েরা সেই কাজটিই করেছেন।

তিনি বলেন, আমরা খুবই লজ্জিত আমরা সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে আন্দোলন করে ৫ আগস্টের পর ঢাকা কলেজে নিরাপদ ক্যাম্পাস তৈরি করেছি। আপনারা অপরাজনীতির নামে যদি ক্যাম্পাসে বিশৃঙ্খলা করেন তাহলে শেখ হাসিনাকে যেভাবে দেশ ছাড়তে বাধ্য করেছি, ঠিক সেভাবে ছাত্রদলকেও হল ছাড়তে বাধ্য করব। সুতারং আপনারা ছাত্রদের নিয়ে রাজনীতি করেন।

আরেক সমন্বয়ক গাজী হোসাইন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ফলে অর্জিত বাংলাদেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। তারই প্রেক্ষিতে তারা সুন্দর ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ করেছে। এতে সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। যারা ককটেল বিস্ফোরণ করছে তারা চিহ্নিত। তারেক জিয়াকে নিয়ে স্লোগান দেয় এবং মিডিয়ার মাধ্যমে দেখেছি তারা ছাত্রদলের। আপনারাও জুলাই গণঅভ্যুত্থানে ছিলেন, তারই ফলে একটি বৈষম্যবিরোধী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে উঠেছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা কলেজ ছাত্রদলের ৩৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। এরপর রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত থেমে থেমে কলেজের বিভিন্ন স্থানে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কিতরাই পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমান

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার ঘোষণা’

ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

মাত্র ১৪ বছরে সহঅধিনায়কের দায়িত্ব পেলেন বৈভব

যারা শিবিরের বিরোধিতা করেছিল, তারা আজ ইতিহাস : জাহিদুল ইসলাম

পিআর পদ্ধতিতে ভোটে জনগণের ক্ষমতা খর্ব হবে : ফখরুল

তিনজনে এক নারী স্বামীর দ্বারা যৌন নির্যাতনের শিকার : বিবিএস

ভারতের অধিনায়ক শান মাসুদ, হঠাৎ এমনটা কেন বললেন ধারাভাষ্যকার

১০

গুঁড়া দুধ দিয়ে সহজ রসগোল্লা

১১

টয়লেট সিটের চেয়েও বেশি জীবাণু রয়েছে বাড়ির যে ৫ জিনিসে

১২

মা ও প্রেমিকাকে হারিয়ে নিজেকে শেষ করলেন ইসরায়েলি যুবক

১৩

বাসচালকের সিটে লুকানো ছিল ৩০ লাখ টাকার মাদক

১৪

হজে ব্যয় না হওয়া টাকা এজেন্সিগুলোকে ফেরত দেওয়া হবে : ধর্ম উপদেষ্টা

১৫

হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

অরিজিতের কাছে ভুল স্বীকার করলেন সালমান

১৭

শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি

১৮

জাগপার নতুন কর্মসূচি ঘোষণা

১৯

আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি

২০
X