ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজের উপাধ্যক্ষের রুমে তালা

ঢাকা কলেজের উপাধ্যক্ষের রুমে তালা। ছবি : কালবেলা
ঢাকা কলেজের উপাধ্যক্ষের রুমে তালা। ছবি : কালবেলা

রাজধানীর তিতুমীর কলেজের এক অধ্যাপককে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে উপাধ্যক্ষের রুমে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উপাধ্যক্ষের রুমে তালা ঝোলান শিক্ষার্থীরা। এর আগে বিকাল তিনটা থেকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘নিয়োগ নিয়ে বাণিজ্য চলবে না চলবে না’; ‘সিন্ডিকেট না শিক্ষা? শিক্ষা শিক্ষা’; ‘অবৈধ ভাইস প্রিন্সিপাল মানি না মানব না’; ‘সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালাও একসাথে’; ‘প্রহসন না শিক্ষা? শিক্ষা শিক্ষা?’ ইত্যাদি স্লোগান দেন।

জানা গেছে, গত ৯ জানুয়ারি সরকারি কলেজ-২ এর উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের অধ্যাপক নাসিমা আক্তার চৌধুরী (৪০১০) ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে কার্যকর হবে।

এ প্রসঙ্গে ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের (২০২২-২৩) সেশনের শিক্ষার্থী সৈয়দ আব্দুল্লাহ ফাহাদ বলেন, বাইরে থেকে ভাইস প্রিন্সিপাল নিয়োগ দেওয়ায় আমরা তার রুমে তালা দিয়েছি। গত ৫ আগস্টের পর ঘোষণা দেওয়া হয়েছিল প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে যোগ্য এবং ঢাকা কলেজ থেকে নেওয়া হবে। কিন্তু প্রিন্সিপাল ঢাকা কলেজ থেকে নিয়োগ দেওয়া হলেও গত দুই মাসে দুটি ভাইস প্রিন্সিপাল বাইরে থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য আজ থেকে আমরা শিক্ষা উপদেষ্টাকে ঢাকা কলেজে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভাইস প্রিন্সিপাল যদি ঢাকা কলেজ থেকে নিয়োগ না দেওয়া হয় তাহলে আমরা শিক্ষা উপদেষ্টার বাসভবন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা দেব। আমাদের দাবি না মানা পর্যন্ত এই ক্যাম্পাসে আর কখনো শিক্ষা উপদেষ্টা ঢুকতে পারবেন না।

শিক্ষার্থী মো. ওমায়ের বলেন, মাত্র ৭ দিনের জন্য তিতুমীর কলেজ থেকে এক শিক্ষককে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে কেন নিয়োগ দেওয়া হলো? ঢাকা কলেজে কি শিক্ষকের অভাব পড়েছে? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস কালবেলাকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাইলে সাত বা একদিনের জন্যও নিয়োগ দিতে পারে। এটা সম্মানের ক্ষেত্রে দিয়ে থাকে। আমাদের কলেজে এর আগে একদিনের জন্যও প্রিন্সিপাল দায়িত্ব পালনের ইতিহাস রয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম করতে গেলে পরিকল্পনার কিছু বিষয় থাকে যা এত কম সময়ে সম্ভব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাপলের আগে সারপ্রাইজ ‍দিলো গুগল

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

১০

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

১১

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

১২

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১৩

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

১৪

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

১৫

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

১৬

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

১৭

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১৮

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১৯

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

২০
X