সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সাভার সরকারি কলেজে দুর্নীতির অভিযোগে উপাধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, স্বৈরাচারী আচরণ এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে কলেজ চত্বরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, উপাধ্যক্ষ ড. আখতারুজ্জামান অতীতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও নরসিংদী সরকারি মহিলা কলেজে দায়িত্ব পালনকালে একাধিক অনিয়ম, দলীয়করণ ও প্রশাসনিক স্বেচ্ছাচারে জড়িয়ে ছিলেন। সাভার সরকারি কলেজে নিয়োগ পাওয়ার পর থেকেই তিনি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিভাজন তৈরি এবং শিক্ষার্থীদের হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, ‘এ উপাধ্যক্ষ শেখ পরিবারকে নিয়ে বই লিখে সরকারপন্থি ভাবমূর্তি গড়েছেন, অথচ ভেতরে ভেতরে তিনি দুর্নীতিবাজ, স্বৈরাচারী ও স্বজনপ্রীতির ধারক। আমরা তার অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

এ সময় ‘দুর্নীতিবাজ উপাধ্যক্ষের পদত্যাগ চাই’, ‘আমরা শিক্ষা চাই, রাজনীতি নয়’, ‘স্বৈরাচার নিপাত যাক’—এমন স্লোগানে মুখর ছিল পুরো কলেজ ক্যাম্পাস।

এ ঘটনায় কলেজ অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের আবেগ ও অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। শিক্ষক পরিষদের সভার মাধ্যমে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ড. আখতারুজ্জামান বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কলেজের একাডেমিক কর্মকাণ্ড শৃঙ্খলায় আনার চেষ্টা করলেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি একটি রুটিন চেয়েছি, সেটিও দেয়নি কেউ।’

উল্লেখ্য, শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ বরাবর একটি লিখিত স্মারকলিপিও পেশ করেছেন। দাবি আদায় না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস

রেকর্ডের দ্বারপ্রান্তে তাসকিন-লিটন

নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই সুশীলা কার্কি

ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা কবে দায়িত্ব নেবেন, জানা গেল

শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

চুনারুঘাট থানার ওসি ক্লোজড

মায়ের সঙ্গে শপিংয়ে যান না অভিষেক বচ্চন

বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল, বড় দ্বিধায় সৌদি-আমিরাত

যে খাবারগুলো সকালে এড়িয়ে যেতে বলছেন বিশেষজ্ঞরা

১০

দুপুরে ওসির ভোজসভায় অংশগ্রহণ , রাতে গ্রেপ্তার যুবলীগ নেতা

১১

শীর্ষ ১০ দলের মধ্যে সবার পেছনে বাংলাদেশ

১২

ব্রেক আপের কত দিন পর নতুন করে সম্পর্কে যাওয়া উচিত

১৩

রহস্যময় নলকূপ থেকে ২৪ ঘণ্টা ঝরছে পানি

১৪

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে বেজে উঠল সাইরেন

১৫

ছাত্ররাজনীতি জনগণের স্বপ্নকেও প্রাধান্য দেবে, প্রত্যাশা রবের

১৬

বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াইয়ে কেমন থাকবে আবহাওয়া আর উইকেট?

১৭

কোচের এই শর্ত পূরণ করলেই বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত নেইমারের

১৮

সন্ধ্যা সাতটায় জাকসু নির্বাচনের ফল ঘোষণা : প্রধান নির্বাচন কমিশনার 

১৯

প্রতিবন্ধীকে ধর্ষণ, সালিশে থাপ্পড়েই সমাধান

২০
X