ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৮:৪৬ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি শিক্ষক সমিতির বিবৃতির প্রতিবাদে বিএনপিপন্থি শিক্ষকদের বিবৃতি 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্বদ্যিালয় (ঢাবি) শিক্ষক সমিতির এক বিবৃতির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দলটির আহ্বায়ক প্রফেসর ড. লুৎফর রহমান ও যুগ্ম আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও প্রফেসর আবদুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক বিবৃতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কিত বক্তব্য ও প্রস্তাবনার প্রতিবাদ জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রসঙ্গে যেসব বক্তব্য প্রদান এবং ১৬ আগস্ট শিক্ষক সমিতির বিবৃতিতে যে প্রস্তাবনা (৩ নং প্রস্তাব) দিয়েছে, তার প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। শিক্ষক সমিতির এ বক্তব্য ও প্রস্তাবনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সাদা দলের বিবৃতিতে আরও বলা হয়, আমরা উদ্বেগের সাথে লক্ষ করছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক সমিতি প্রায়শই এমন সব বিষয়ে বক্তব্য ও বিবৃতি দিচ্ছে- যা সমিতির ঐতিহ্য ও সুনামের সাথে সাঞ্জস্যপূর্ণ নয়। সরকার ও সরকার দলের কর্মকাণ্ডের সমর্থনে সমিতি সাম্প্রতিক কালে এমন কিছু বিবৃতি দিয়েছে, যেগুলোর সাথে কেবল আমরাই একমত হতে পারিনি, গোটা জাতির কাছেও এগুলো সমালোচিত ও নিন্দিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে সমিতির বক্তব্য ও প্রস্তাবনাটিও অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে, শহীদ জিয়া সম্পর্কিত সমিতির এ বক্তব্যের সাথে আমরা একমত নই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হয়েছে। এই হত্যা মামলার চার্জশিট বা বিচারের রায়ে কোথাও জিয়াউর রহমানের নামোল্লেখ নেই। উল্লেখ্য যে, বর্তমান অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপরাজনৈতিক কৌশল হিসেবে জিয়া পরিবার ও বিএনপিকে হেনস্থা করার জন্য নানাভাবে অপচেষ্টা করে যাচ্ছে। এ অশুভ তৎপরতার অংশ হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুজিব হত্যার সাথে জড়ানোর যে অপচেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বক্তব্য ও প্রস্তাবনা তারই অংশ বলে আমরা মনে করি।

বিবৃতিতে সাদা দলের নেতারা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ অপপ্রয়াস সফল হবে না। এ ধরনের সংকীর্ণ রাজনৈতিক দলীয় অপচেষ্টার সাথে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে না জড়ানোর জন্য আমরা সমিতির নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রসঙ্গে নিন্দনীয় বক্তব্য এবং প্রস্তাবনা প্রত্যাহারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তনির সাবেক স্বামীর মামলা খারিজ

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশি ব্যাটার

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত প্রায় ৬ হাজার

চাঁদাবাজির তকমা দিয়ে নির্বাচন করা যাবে না : মির্জা আব্বাস

ভালোবাসা দিবসে বিষাদমাখা প্রেমের গল্প

এক কলেজ থেকে মেডিকেলে সুযোগ পেলেন ১০৮ শিক্ষার্থী, দেওয়া হলো সংবর্ধনা

সমাবেশ মঞ্চে তারেক রহমান

বিয়ে না করেই জামালপুর ছাড়লেন চীনা যুবক

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর দিল মন্ত্রণালয়

মায়ের গায়ে হাত তোলা মানে পুরো জাতির ওপর আঘাত : জামায়াত আমির

১০

নারীদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, অতঃপর...

১১

যে কোনো সময় ইরানের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

১২

এবার ভারত থেকে বিশ্বকাপই সরিয়ে নেওয়ার দাবি

১৩

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে রাষ্ট্র ও সংবিধানে কী কী পরিবর্তন আসবে

১৪

হঠাৎ নিপা ভাইরাস আতঙ্ক, ভারতে বিশ্বকাপ হবে তো?

১৫

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে : কৃষ্ণনন্দী

১৬

প্রথমবার একসঙ্গে প্রীতম-মেহজাবীন

১৭

পাবনায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে উত্তেজনা

১৮

ত্রয়োদশ সংসদ নির্বাচন / পোস্টাল ভোটে রেকর্ড নিবন্ধন, দেশে পৌঁছল যত ভোট

১৯

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

২০
X