জবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ ছাত্র সংগঠনের প্রতিবাদলিপি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর বিএনপি নেতা শহিদুল ইসলামের নেতৃত্বে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ও গণতান্ত্রিক ছাত্রসংসদ।

মঙ্গলবার ছাত্র সংগঠন ৪টি পৃথক বিবৃতিতে নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহমুখপাত্র সিয়াম হোসাইন স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়, শিক্ষার্থীদের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু নিরীহ ছাত্রদের উপর আঘাত নয়, বরং শিক্ষাঙ্গনের নিরাপত্তা ধ্বংস করার গভীর ষড়যন্ত্র।

তিন দফা দাবি জানিয়ে বিএনপি নেতা শহিদুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনাসহ সকল সন্ত্রাসীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এক যৌথ বিবৃতিতে বলেন, স্থানীয় সন্ত্রাসী শহিদুল ইসলামের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর যে নৃশংস হামলা হয়েছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়।অপরাধীদের চিহ্নিত করেও পুলিশ তাদের গ্রেফতার করেনি। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

এদিকে শাখা ছাত্রশিবিরের পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, আমরা সবসময় চাই শান্তিপূর্ণ সমাজ। যেখানে কোনো প্রকার অন্যায় জুলুম স্থান পাবে না। কিন্তু আমরা বার বার দেখতে পাচ্ছি কতিপয় গোষ্ঠী দ্বারা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। জুলাই বিপ্লবের পরেও অনেক জায়গায় মানুষের অধিকার হরণ, হত্যা এবং চাঁদাবাজির মত ন্যক্কারজনক ঘটনা ঘটছে।

দোষীদের নামে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃল মামলা করার দাবি জানিয়ে এতে আরো বলা হয়, শুধু বিশ্ববিদ্যালয় নয় সকল ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়াশি অভিযানের মাধ্যমে সকল সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে হবে এবং জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ঘটনায় জড়িত অপরাধীদের অতিদ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো চব্বিশের জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম অংশীজন। কিন্তু অভ্যত্থানোত্তর জন-আকাঙক্ষাকে ধারণ না করে বিএনপি ও তার অঙ্গসংগঠন কর্তৃক অভ্যুত্থানের নেতৃত্ব শক্তি ছাত্রদের ওপর হামলার পাশাপাশি চাঁদাবাজি, আসামি ছিনতাই ও ক্যাম্পাসগুলোতে সহিংসতাসহ নানা অপরাধমূলক কার্যক্রম ঘটছে; যা রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থি।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর প্রতি সহস্রাধিক আহত ও শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকর ধারণ করার পাশাপাশি নানা সময়ে সংঘটিত অপরাধগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।

এর আগে আজ দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাতে রাস্তায় নির্মাণাধীন ঢালাইয়ের ওপর পা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা শহিদুল হক সহিদের নেতৃত্বে জবি শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়। আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত শহিদুল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৩৮ নং ওয়ার্ড (ওয়ারি থানা) সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ নিপা ভাইরাস আতঙ্ক, ভারতে বিশ্বকাপ হবে তো?

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে : কৃষ্ণনন্দী

প্রথমবার একসঙ্গে প্রীতম-মেহজাবীন

পাবনায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে উত্তেজনা

ত্রয়োদশ সংসদ নির্বাচন / পোস্টাল ভোটে রেকর্ড নিবন্ধন, দেশে পৌঁছল যত ভোট

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

মাগুরায় হঠাৎ আলোচনায় সাকিব আল হাসানের বাড়ির সংস্কার

ওটিটি জগতে ‘দোয়েল’-এর পথচলা শুরু 

মাঠের অভাবে খেলাধুলা থেকে দূরে শিশুরা : বিএফইউজে মহাসচিব

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস

১০

নির্বাচনে পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি হবে ভয়াবহ : ইসি সানাউল্লাহ

১১

বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার উঠে দাঁড়াবে : ড. জালাল

১২

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান

১৩

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

১৪

বিএনপির আরও ১০ নেতাকে দুঃসংবাদ

১৫

সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতিকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

১৬

শুভশ্রীর রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন রাজ

১৭

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত

১৮

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

১৯

বৃদ্ধ দম্পতিকে হত্যা

২০
X