বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০১:২৪ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৭:০৯ এএম
অনলাইন সংস্করণ

নানা সমস্যায় জর্জরিত বাঙলা কলেজের আবুল কাসেম ছাত্রাবাস

প্রিন্সিপাল আবুল কাসেম ছাত্রাবাস। ছবি : কালবেলা
প্রিন্সিপাল আবুল কাসেম ছাত্রাবাস। ছবি : কালবেলা

নানা সমস্যায় জর্জরিত সরকারি বাঙলা কলেজের প্রিন্সিপাল আবুল কাসেম ছাত্রাবাস। সাপ, মশা ও দুর্গন্ধের সঙ্গে বসবাস করতে বাধ্য হচ্ছেন আবাসিক শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস মিললেও সমস্যা সমাধানে এখন পর্যন্ত কোনো আশানুরূপ উদ্যোগ চোখে পড়েনি।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্রাবাসটি বন্ধ ছিল। পরে ২০২৪ সালের ১ নভেম্বর এটি পুনরায় খোলা হলেও কোনো সংস্কার করা হয়নি, নেওয়া হয়নি কোনো উন্নয়নমূলক পদক্ষেপ।

সরেজমিন দেখা গেছে, ছাত্রাবাসে আসবাবপত্র তুলনামূলক কম। যেসব চেয়ার-টেবিল রয়েছে, সেগুলোর অবস্থাও খারাপ। পড়ার রুম থাকলেও নেই চেয়ার-টেবিল কিংবা বৈদ্যুতিক ফ্যান। ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।

এ ছাড়া মশা ও দুর্গন্ধে শিক্ষার্থীদের দমবন্ধ হওয়ার মতো। বেসিন থেকে পানি গড়িয়ে মেঝেতে গিয়ে জমে। কখনো সেই নোংরা পানি কক্ষের ভেতরেও ঢুকে পড়ছে, ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

ছাত্রাবাসের সামনে দেখা গেছে আবর্জনার স্তূপ, ঝোপঝাড়। এতে বিষাক্ত পোকামাকড়ের পাশাপাশি সাপের আতঙ্কে দিন কাটছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা প্রায়ই সাপের মুখোমুখি হচ্ছেন। অভিযোগ জানানোর জন্য অফিস কক্ষে হোস্টেল সুপারের দেখাও মেলে খুব কম।

আবাসিক শিক্ষার্থী সাকিব বলেন, আমরা বারবার কলেজ প্রশাসনের কাছে গিয়েছি; কিন্তু শুধু আশ্বাসই পেয়েছি। ছাত্র প্রতিনিধি সভা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অধ্যক্ষের কাছ থেকেও কোনো স্থায়ী সমাধান মেলেনি।

আরেক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে, বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে পড়াশোনা করতে চাই। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে হোস্টেল সুপার কামরুন নাহার বলেন, ৫ আগস্টের পর ছাত্রাবাসের অবস্থা খুবই খারাপ ছিল। আমরা নানা উপায়ে শিক্ষার্থীদের সহায়তা করার চেষ্টা করছি। এ বছরের জন্য পাঁচ লাখ টাকার বাজেট এসেছে, দ্রুতই কাজ শুরু হবে।

এ বিষয় জানতে চাইলে বাঙলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান বলেন, ছাত্রাবাসের অভ্যন্তরীণ সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা চলছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে পাঁচ লাখ টাকার একটি বাজেট এসেছে, সেটি কার্যকর হলেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধান উপদেষ্টার ৭ সুপারিশ

তারেক মনোয়ারের বিষয়ে জামায়াতের বার্তা

ডা. শফিকুর রহমান হবেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী : ইয়াসিন খাঁন

আসুন আমরা অন্যায়-অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকি : মঈন খান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না বুলবুল-ফাহিমের, করতে হবে নির্বাচন

নির্বাচনে সমমনা ইসলামী দলগুলোর ঐক্য অপরিহার্য : মাওলানা ইউসুফী

বাংলাদেশিদের জন্য যেসব দেশের ভিসা সহজে মিলছে না

পুনাকের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

শাপলা পাওয়া না পাওয়ার সঙ্গে নির্বাচন পেছানোর সম্পর্ক নেই : সারজিস

পাতা না ঠোঁট কোনটি আগে দেখলেন, উত্তর মিলিয়ে জেনে নিন আপনার ব্যক্তিত্ব

১০

কেন আমোরিমকে এখনও বরখাস্ত করছে না ম্যানইউ?

১১

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

১২

ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় জামায়াত নেতা বহিষ্কার

১৩

৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদানের খবরের প্রতিবাদ জামায়াতের

১৪

গাজার ২০০ নটিক্যাল মাইলের ভেতরে প্রবেশ করল ত্রাণবাহী নৌবহর

১৫

চীন বিষয়ক সংবাদের জন্য গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস

১৬

দুই ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৭

নিবন্ধন পেল এনপিবি নিউজ

১৮

ট্রফি নিয়ে টানাপোড়েন: এসিসি বৈঠকে মুখোমুখি বিসিসিআই-নকভি

১৯

বাংলাদেশ শিশু হাসপাতালে ৬৫ পদে নিয়োগ, আবেদন যেভাবে

২০
X