কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বেইলি ব্রিজে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

ফাটল ধরা কাপ্তাই উপজেলার শীলছড়ি বালুরচর বেইলি ব্রিজ। ছবি : কালবেলা
ফাটল ধরা কাপ্তাই উপজেলার শীলছড়ি বালুরচর বেইলি ব্রিজ। ছবি : কালবেলা

রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়কের কাপ্তাই উপজেলার শীলছড়ি বালুরচর বেইলি ব্রিজটিতে ফাটল দেখা দিয়েছে। চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

দ্রুত ফাটল প্রতিরোধে ব্যবস্থা না নিলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ বছরের পুরোনো এই বেইলি ব্রিজে এর আগেও বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হওয়ায় যান চলাচল সাময়িক বন্ধ রেখে মেরামত করা হয়েছিল। তবে অত্যধিক গাড়ি চলাচল করার ফলে ব্রিজটিতে বারবার ফাটল দেখা দিচ্ছে। যান চলাচলে দিন দিন ঝুঁকি বাড়ছে।

এই বেইলি ব্রিজ দিয়ে কাপ্তাই যাওয়ার একমাত্র পথ হওয়ায় প্রতিদিন শত শত ছোট, বড় এবং ভারী যানবাহন চলাচল করে থাকে। পাশাপাশি স্কুল-কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মজীবীরা এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন। ব্রিজটিতে ফাটল ধরায় ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, এখানে নতুন গার্ডার ব্রিজ নির্মাণ করা হোক।

সড়কে চলাচলকারী কয়েকজন চালক বলেন, অনেকটা ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ব্রিজ পার হতে হয়। প্রতিদিন কয়েকবার এই ব্রিজ দিয়ে যাওয়া-আসা করতে হয়। ব্রিজে ভারী যানবাহন উঠলে কাঁপে। এ ছাড়া এটি অত্যন্ত সরু। দুটি গাড়ি একসঙ্গে যেতে পারে না। ফলে ব্রিজ পার হতে গাড়ি নিয়ে অপেক্ষা করতে হয়। এর আগে এখানে একাধিকবার সংস্কার করা হয়েছে। কয়েকদিন পর আবার ফাটল দেখা দেয়। এখানে স্থায়ী পাকা ব্রিজ নির্মাণ না করলে সমাধান হবে না।

কয়েকজন যাত্রী জানান, প্রতিদিন এই পথে যাতায়াত করার সময় বেইলি ব্রিজে পার হতে হয়। অনেক সময় দেখা যায়, ব্রিজটি সরু হওয়ায় একঙ্গে দুটি গাড়ি পার হতে পারে না। এক প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। তা ছাড়া বড় গাড়ি এই ব্রিজ দিয়ে পার হলে কম্পন শুরু হয়। আবার বৃষ্টির দিনে ব্রিজটিতে অনেক মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হন। তা ছাড়া পর্যটন শহর হিসেবে কাপ্তাইয়ে অনেক পর্যটকের আগমন ঘটে। তাদেরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন কালবেলাকে বলেন, দ্রুত বেইলি ব্রিজটি সংস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির শোক দিবসে জগন্নাথ হল স্মৃতিসৌধে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

চাকসুতে জয় পেলেন সাদিক কায়েমের ভাই আবু আয়াজ

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

চাকসুতে ভিপি ও জিএস পদে শিবির, এজিএস পদে ছাত্রদল জয়ী

স্লোগানে-স্লোগানে ফের উত্তাল চবি

আরও তিন হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

১০

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১১

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

১২

হাসপাতালে খালেদা জিয়া

১৩

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

১৪

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

১৫

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

১৬

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

১৭

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

১৯

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

২০
X