চবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আমরা জমিদার’ বলা সেই জামায়াত নেতাকে অব্যাহতি

জামায়াত নেতা মো. সিরাজুল ইসলাম। পুরোনো ছবি
জামায়াত নেতা মো. সিরাজুল ইসলাম। পুরোনো ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটি। রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা আমির মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে জেলা কর্মপরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির চট্টগ্রাম উত্তর জেলার সহকারী সেক্রেটারি ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফজলুল করিম বলেন, কেন্দ্রের নির্দেশনা ও চট্টগ্রাম উত্তর জেলা আমির মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে জেলা কর্মপরিষদ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা তার আত্মপক্ষ সমর্থনের বক্তব্য শুনেছি। এ ছাড়া এ বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে।

সিরাজুল ইসলামকে শোকজ করা হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তাকে তাৎক্ষণিক পদ থেকে অব্যাহতি দিয়েছি, এজন্য শোকজ করিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে বাংলদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমীর মো. সিরাজুল ইসলামের অনাকাঙ্ক্ষিত একটি বক্তব্য বিভিন্ন অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে যা জামায়াতে ইসলামীর দৃষ্টিগোচর হয়েছে। জামায়াতে ইসলামী মনে করে তার এ বক্তব্য নিজস্ব বক্তব্য, যা বিশ্ববিদ্যালয় পরিবার বিক্ষুব্ধ হয়েছে এবং সংগঠন এ বক্তব্যকে বিনয় পরিপন্থি মনে করে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি। এ বক্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সিদ্ধান্ত নিয়ে তাকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামী মনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম কেউ কারো প্রতিপক্ষ নয়, পরস্পর পরিপূরক। এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে অতীত ঐতিহ্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল। ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় থাকবে এটাই আমরা প্রত্যাশা করি। সম্প্রতি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, ছাত্রছাত্রী ও জোবরা গ্রামের অধিবাসী যারা আহত হয়েছেন, বাড়ি ঘরে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এ ছাড়া এ ঘটনাকে পুঁজি করে কেউ যাতে আর কোনো ঘটনা ঘটাতে না পারে এজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সজাগ দৃষ্টি কামনা করছি।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তাকে বলতে শোনা যায়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, যাদের আবেদন করতে মানা

মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচার শুরু সেলিমুজ্জামানের

গণতন্ত্র ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতেই বিএনপি কাজ করছে : আমীর খসরু

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে : বাবুল

তারুণ্য নির্ভর ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

মনোনয়ন দিয়ে বিএনপি নির্বাচনের ষড়যন্ত্রে পেরেক ঠুকেছে : মীর হেলাল

মানবাধিকার রাষ্ট্রীয় স্বৈরাচার থেকে সুরক্ষা দেয় : কাদের গনি চৌধুরী

‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’

চট্টগ্রামে ধানের শীষের প্রার্থীকে গুলি, নগর বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ

চলন্ত ট্রেনের যন্ত্রাংশ ভেঙে পড়ল লাইনে

১০

যে আসনে নির্বাচন করবেন পার্থ, প্রতীক কী

১১

বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

১২

৫ ধরনের ব্যক্তির জন্য বিপজ্জনক মেথি ভেজানো পানি

১৩

বেরোবি ছাত্র সংসদ নির্বাচন / দায়িত্ব গ্রহণের আগেই অব্যাহতি চাইলেন প্রধান নির্বাচন কমিশনার

১৪

বর্ণাঢ্য আয়োজনে শজিমেকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৫

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন : আমীর খসরু

১৬

জকসু নির্বাচন / দুই দিনে প্রার্থীদের ডোপটেস্ট করবে নির্বাচন কমিশন, করা যাবে না আপিল 

১৭

বসুন্ধরা-মোহামেডানের পর এবার আবাহনীর ওপরও ফিফার নিষেধাজ্ঞা

১৮

নিউইয়র্কে মেয়র নির্বাচন / পরাজয়ের পর যে তত্ত্ব দিলেন ট্রাম্প

১৯

দুবলার চরে শেষ হলো ঐতিহাসিক রাস উৎসব

২০
X