চবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

চাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় বৃদ্ধি

চাকসু ভবন। ছবি : কালবেলা
চাকসু ভবন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের মনোনয়নপত্র জমাদানের সময়সীমা এক দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর ফলে আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে জমা দেওয়া যাবে।

এর আগে বুধবার সকাল ১১টার দিকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নের সময়সীমা বৃদ্ধির দাবি জানায় চবি শাখা ছাত্রদল। এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা দেয়।

লিখিত আবেদনে ছাত্রদল জানায়, ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীর হামলায় আহত হয়ে অনেক শিক্ষার্থী এখনো গ্রামের বাড়িতে অবস্থান করছেন। একই সঙ্গে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলায় নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারেননি। এমন পরিস্থিতিতে মনোনয়ন জমাদানের সময়সীমা আরও দুদিন বাড়ানো হলে সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা যেত।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সংঘর্ষে আহতসহ অনেক শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র নেওয়া ও জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন দিয়েছি। তবে প্রধান নির্বাচন কমিশনার আমাদের বলেছেন, এটা সম্ভব নয়। সরাসরি সম্ভব না বলা তো ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জরুরি মিটিং করেছি। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছে চাকসুর নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের সময় এক দিন বৃদ্ধি করেছি। অর্থাৎ আজও বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়নপত্র নিতে পারবেন এবং আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪।

চাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম নেওয়া বা জমা দেওয়া যাবে না। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

চাকসু ও হল সংসদ নির্বাচন আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা শুরু হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে সঙ্গে নিয়ে প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়ালেন হৃতিক

ফেসবুকে লাইভ দিয়ে ফেঁসে গেলেন যুবক

ক্লাসে মোবাইল ব্যবহারে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের নির্দেশনা

বরিশালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫, নতুন আক্রান্ত ১৭৯

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নির্মূলে ডাকসুর কর্মসূচি ঘোষণা

বিশ্লেষণ / পাকিস্তানের নিরাপত্তা সংকট এবং এর আঞ্চলিক অভিঘাত

কোরআন তেলাওয়াত চালিয়ে রেখে অন্য কাজ করলে কী হয়, জেনে নিন

প্রবাসী ভোটার নিবন্ধনে লাগবে যেসব দলিল

নিষিদ্ধ দলের কর্মসূচি প্রচার করছে দু-একটি মিডিয়া : রিজভী

সাবেক মন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৬

১০

ক্যারিয়ার সেরা ইনিংস জয়ের, শতকের অপেক্ষায় মুমিনুল

১১

‘আমি খুব করে বাঁচতে চেয়েছি বিশ্বাস করো’

১২

পায়রা নদীতে ধরা পড়ল ১৮ কেজির বিশাল পাঙ্গাশ

১৩

কেরোসিন তেল কি নাপাক, জেনে নিন এখনই

১৪

টেইলরের পাশে সেলেনা

১৫

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

১৬

আন্দোলনরত ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

নিলামের আগে বিপিএলে এখন পর্যন্ত দল পেলেন যারা

১৮

বঙ্গোপসাগরে বড়শিতে ধরা পড়ল ৩৭ কেজির ‘কালো পোয়া’

১৯

গাঁজা সেবনকালে রাবির ৭ শিক্ষার্থী আটক

২০
X