রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) বিভিন্ন সময় দেওয়া নিয়োগের অনিয়ম খুঁজতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বিভিন্ন নথিপত্র জব্দ করে নিয়ে গেছেন দুদকের কর্মকর্তারা।
রোববার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চালানো এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন।
বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদগুলোতে প্রেষণে বারবার একই কর্মকর্তাদের নিয়োগ, কর্মকর্তাদের আত্মীয়স্বজনদের চাকরি দেওয়া এবং নিয়োগ পেয়ে দিনের পর দিন অফিস ফাঁকি দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখছে দুদক।
দুদক কর্মকর্তারা রামেবির রেজিস্ট্রার আনোয়ারুল কাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার দপ্তর থেকে বিভিন্ন নথিপত্র নিয়ে যান। এসব পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় দুদক।
এ বিষয়ে সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, ‘নিয়োগসংক্রান্ত বেশ কিছু অভিযোগে আমরা এখানে এসেছিলাম। সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র নেওয়া হয়েছে। এগুলো পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন