আমজাদ হোসেন শিমুল ও আব্দুস সবুর লোটাস
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৯ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ
রাবি ছাত্রলীগের ২৬তম সম্মেলন

নেতৃত্বে আসতে মরিয়া ‘অছাত্র-বিতর্কিতরা’

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

দীর্ঘ প্রায় ৭ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

সম্মেলনকে ঘিরে ক্যাম্পাস রাজনীতির পালে যেন হাওয়া লেগেছে। শীর্ষ দুই পদ পেতে প্রত্যাশীদের ব্যানার-ফেস্টুন-পোস্টারে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। ইতোমধ্যেই সম্মেলনের সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

এদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিদ্যাপীঠে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে আসতে প্রায় দেড় ডজন নেতা ক্যাম্পাসে শক্ত অবস্থান জানান দিতে নিজেদের কর্মী-সমর্থকদের নিয়ে শোডাউনের পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে গিয়ে চালাচ্ছেন জোর তদবির।

অভিযোগ উঠেছে রাবি ছাত্রলীগের নেতৃত্বে আসতে যারা উপর মহলে তদবির, লোবিং কিংবা রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন তাদের অধিকাংশই অছাত্র, বিবাহিত, ড্রপআউট কিংবা কোনো অপকর্মের মাধ্যমে ‘বিতর্কিত’। আর এসব অছাত্র-বিতর্কিতদের কয়েকজন নিজেদের বিতর্ক এড়াতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্য মাস্টার্স কোর্সসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন।

তবে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব বলছে- অছাত্র, বিবাহিত কিংবা বিতর্কিত কাউকেই নেতৃত্বে আসার কোনো সুযোগ দেওয়া হবে না।

রাবি ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত বছরের ১২ নভেম্বর ২৬তম সম্মেলন হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে সম্মেলন স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরবর্তীতে চলতি মাসের শুরুতে ঘোষণা দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কাঙিক্ষত সেই সম্মেলন ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ইতোমধ্যে অতিথি ‘সিলেক্ট’ করা থেকে শুরু করে সব প্রস্তুতিও শেষ।

অনুসন্ধানে জানা গেছে, রাবি ছাত্রলীগের উপপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন আসাদুল্লাহ-হিল-গালিব। গালিব সংশ্লিষ্ট বিভাগ থেকে ড্রপআউট হয়ে জ্বাল সনদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সে ভর্তি হয়েছেন। শুধু তাই নয়; গালিবের বিরুদ্ধে ক্যাম্পাসে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার এবং একটি অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও অবৈধভাবে হলে থাকছেন তিনি। এ ছাড়া গালিব সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত এক ছাত্রীকে বিয়ে করেছেন বলেও জানা গেছে।

আসাদুল্লাহ-হিল-গালিব ড্রপ-আউটের বিষয়টি স্বীকার করে বলেন, ‘অন্য একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে রাবির সাংবাদিকতা বিভাগের সান্ধ্য মাস্টার্সে ভর্তি হয়েছি।’

তবে বাকি অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘এসব সম্পূর্ণ মিথ্যা, আমরা বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা এসব ছড়াচ্ছে। ক্যাম্পাসে মাদক সংশ্লিষ্টতার কেউ প্রমাণ দিতে পারলে প্রার্থিতা প্রত্যাহার করে নেব।’

আরেক ড্রপ-আউট শিক্ষার্থী হলেন রাবি ছালীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু। সমাজবিজ্ঞান বিভাগ থেকে ড্রপ-আউট হলেও তার বিরুদ্ধে আবাসিক হলে সিট বাণিজ্য, মাদকসংশ্লিষ্টতা, ক্যাম্পাসে চাঁদাবাজি ও দোকান ভাঙচুরের অভিযোগ রয়েছে। রাবিতে ছাত্রত্ব না থাকলেও ভর্তি রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুজের একটি কোর্সে।

অভিযোগের বিষয়ে মিশু বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন। আমার সঙ্গে যারা রাজনীতি করে তাদের কিছু অপকর্মের অভিযোগ আমার দিকে এসেছে। তবে আমি বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনায় জড়িত নই।’

রাবি ছাত্রলীগের আরেক বিতর্কিত নেতা কমিটির সহসভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মো. মেসবাহুল হক। পড়াশোনা শেষ হলেও ছাত্রত্ব দেখাতে রাবির ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুজে ভর্তি রয়েছেন। মেসবাহ ছাত্রলীগের অনুপ্রবেশকারী বলে ক্যাম্পাসে চাউর রয়েছে। এ ছাড়া তার পরিবার বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

অভিযোগের বিষয়ে মেসবাহুল হক বলেন, ‘কুমিরের খাঁজকাটা গল্পের মতো আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ করা হচ্ছে। আমার পারিবারিক রাজনৈতিক বিষয়টি এর আগেও সংবাদ সম্মেলন করে খণ্ডানোর চেষ্টা করেছি। আসলে এসব ষড়যন্ত্র।’

বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্বে আসার দৌড়ে এগিয়ে থাকা নেতাদের মধ্যে অন্যতম হলেন বর্তমান কমিটির সহসভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী কাজী আমিনুল হক লিংকন। মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ও এমবিএ শেষ করেছেন লিংকন। তবে ছাত্রত্ব ধরে রাখতে তিনি একই বিভাগের সান্ধ্যকালীন এমবিএ কোর্সে হয়েছেন ভর্তি রয়েছেন বলে দাবি তার।

লিংকন বলেন, ‘আওয়ামী পরিবার ও বঙ্গবন্ধুর আদর্শের এবং সর্বোপরি সবদিক থেকে যোগ্য কেউ নেতৃত্বে আসুক সেটাই চাই। সামনের নির্বাচনে যাতে ক্যাম্পাসে কোনো অপশক্তি মাথাচাড়া দিতে না পারে তেমন সক্ষমতার কাউকে নীতিনির্ধারণীরা রাবি ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী শাহীনুল ইসলাম সরকার ডন। পড়ালেখা শেষ হলেও ছাত্রত্ব ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুজেরের জার্মান ভাষার শর্ট কোর্সে ভর্তি রয়েছেন। ডন ২০১৪ সালে শিবির নেতা রাসেল আলমকে মরধরের মামলার অন্যতম আসামি।

নতুন নেতৃত্বের বিষয়ে ডন বলেন, ‘আমি নেতৃত্বে আসলে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে রাবি ছাত্রলীগকে তৈরি করব। জাতির পিতার আদর্শ বাস্তবায়নসহ শিক্ষার্থীর ন্যায্য দাবি আদায়ে কাজ করব।’

বর্তমান কমিটির গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান বাবু। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (সেশন ২০১৩-১৪) থেকে পড়ালেখা শেষ করে ছাত্রত্ব ধরে রাখতে তিনিও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার লাংগুয়েজের একটি শর্ট কোর্সে ভর্তি রয়েছেন।

এই বিষয়ে বাবু বলেন, ‘নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে রাজশাহীর স্থানীয় বা বাহিরের বিষয়টি বিবেচ্য হবে না বলে বিশ্বাস করি। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি চর্চা করে এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে যারা গ্রহণযোগ্য, মৌলবাদী ও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিরুদ্ধে এই ক্যাম্পাসকে আপোষহীন দুর্গ হিসেবে গড়ে তুলবে তাদেরকেই নেতৃত্বে আনা হবে বলে আশাবাদী।‘

এদিকে আলোচনায় রয়েছে কমিটির উপধর্মবিষয়ক সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম দূর্জয়। এই বিভাগ থেকে অনার্স শেষ করে ছাত্রত্ব ধরে রাখতে দূর্জয় এখনো মাস্টার্স শেষ করেননি। এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ দুই পদ পেতে নাট্যকলা বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী (পড়ালেখা শেষ) ও কমিটির সহসভাপতি জাকিরুল ইসলাম জ্যাক, প্রাণিবিদ্যা বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী (পড়ালেখা শেষ) ও বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী (ড্রপআউট) ও মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি অনিক মাহমুদ বনি। তার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর আগে ছিনতাইয়ের অভিযোগে বনি ২০১৯ সালের অক্টোবরে গ্রেপ্তার হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ সভাপতি কাবিরুল ইসলাম রুহুল, বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল মামুন স্বদেশসহ আরো বেশ কয়েকজন প্রার্থী হয়েছেন।

সার্বিক বিষয়ে জানতে রাবি ছাত্রলীগের সভাপতি মো. গোলাম কিবরিয়া বলেন, ‘সম্মেলন উপলক্ষে ক্যাম্পাস রাজনীতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রাণবন্ত একটি সম্মেলনের প্রায় সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসারে বিবাহিত, অছাত্র, বয়স নেই এমন কারো নেতৃত্বে আসার সুযোগ নেই। এছাড়া যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে কাজ করেছে সৎ ও যোগ্য এমন প্রার্থীরাই নেতৃত্ব আসবে বলে আশাবাদী।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে জানা গেছে, রাবির সাবাস বাংলাদেশ মাঠে সোমবার অনুষ্ঠিতব্য এই সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এতে প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য- রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আয়েন উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারী, উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. সাখাওয়াত হোসেন রনি, উপকর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. সাব্বির হোসেন এবং সহসম্পাদক আদনান হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১০

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১১

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১২

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৩

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

১৪

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

১৫

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

১৬

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

১৭

রোডম্যাপ কার্যকরের আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে : খেলাফত মজলিস

১৮

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

১৯

দ্বিতীয় ধাপে শিক্ষার্থী পায়নি ৪১৩ কলেজ

২০
X