চবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে নিষিদ্ধ হওয়া সেই শিক্ষকের নিয়োগ বাতিল করল চবি

অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। ছবি : কালবেলা
অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। ছবি : কালবেলা

নিজ বিভাগের পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের নিয়োগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরীক্ষা কমিটি থেকেও বাতিল করা হয়েছে। এর আগে দৈনিক কালবেলায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়।

রোববার (১৭ সেপ্টেম্বর) চবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমীর মোহাম্মদ মুছা স্বাক্ষরিত ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি আছমা আক্তার বরাবর প্রেরিত এক চিঠিতে এ নিয়োগ বাতিল করা হয়। ইতোমধ্যেই চিঠিটি কালবেলার হাতে এসে পৌঁছেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আদেশক্রমে আপনাকে জানানো যাচ্ছে, ৩য় বর্ষ, বিএ (সম্মান) পরীক্ষা-২০২২ এর বাহিরিক (বহিঃসদস্য) সদস্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়োগ প্রদানের সুযোগ নেই। ওই কমিটি পুনঃগঠন করে চবি পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

ওই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। গত বছরের ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক তিন বছরের জন্য নিজ বিভাগের পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ হন তিনি।

এদিকে গত ৭ সেপ্টেম্বর চবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি আছমা আক্তার স্বাক্ষরিত ৩য় বর্ষ বিএ অনার্স পরীক্ষা ২০২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটিতে বাহিরিক (বহিরাগত) সদস্য হিসেবে রাখা হয় অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনকে।

এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দৈনিক কালবেলার অফিসিয়াল ওয়েবসাইট ‘Kalbela.com’-এ ‘ঢাবিতে নিষিদ্ধ শিক্ষক চবির পরীক্ষা কমিটিতে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

যেখানে ২০২২ সালের ১৩ এপ্রিল ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত চিঠিতে বিভাগের পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ হওয়া অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের তথ্য তুলে ধরা হয়।

সংবাদটি প্রকাশের পরপরই শুরু হয় দেশব্যাপী আলোচনা-সমালোচনা। এদিকে সংবাদটি দৃষ্টিগোচর হলে যথারীতি নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আজ (১৭ সেপ্টেম্বর) চবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক এ নিয়োগ বাতিল করা হয়।

এ বিষয়ে চবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি আছমা আক্তার কালবেলাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগের পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ শিক্ষককে চবির পরীক্ষা কমিটিতে রাখা অযৌক্তিক, নীতি-নৈতিকতা বিরুদ্ধ ও অপরাধকে প্রশ্রয় দেওয়ার শামিল। এজন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের পরীক্ষা কমিটি থেকে ওনার নিয়োগ বাতিল করেছে বলে আমি মনে করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১০

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১১

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১২

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৩

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৪

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৫

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৬

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৭

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৮

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৯

বিজয় থালাপতি এখন বিপাকে

২০
X