চবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে নিষিদ্ধ হওয়া সেই শিক্ষকের নিয়োগ বাতিল করল চবি

অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। ছবি : কালবেলা
অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। ছবি : কালবেলা

নিজ বিভাগের পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের নিয়োগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরীক্ষা কমিটি থেকেও বাতিল করা হয়েছে। এর আগে দৈনিক কালবেলায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়।

রোববার (১৭ সেপ্টেম্বর) চবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমীর মোহাম্মদ মুছা স্বাক্ষরিত ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি আছমা আক্তার বরাবর প্রেরিত এক চিঠিতে এ নিয়োগ বাতিল করা হয়। ইতোমধ্যেই চিঠিটি কালবেলার হাতে এসে পৌঁছেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আদেশক্রমে আপনাকে জানানো যাচ্ছে, ৩য় বর্ষ, বিএ (সম্মান) পরীক্ষা-২০২২ এর বাহিরিক (বহিঃসদস্য) সদস্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়োগ প্রদানের সুযোগ নেই। ওই কমিটি পুনঃগঠন করে চবি পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

ওই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। গত বছরের ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক তিন বছরের জন্য নিজ বিভাগের পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ হন তিনি।

এদিকে গত ৭ সেপ্টেম্বর চবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি আছমা আক্তার স্বাক্ষরিত ৩য় বর্ষ বিএ অনার্স পরীক্ষা ২০২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটিতে বাহিরিক (বহিরাগত) সদস্য হিসেবে রাখা হয় অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনকে।

এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দৈনিক কালবেলার অফিসিয়াল ওয়েবসাইট ‘Kalbela.com’-এ ‘ঢাবিতে নিষিদ্ধ শিক্ষক চবির পরীক্ষা কমিটিতে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

যেখানে ২০২২ সালের ১৩ এপ্রিল ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত চিঠিতে বিভাগের পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ হওয়া অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের তথ্য তুলে ধরা হয়।

সংবাদটি প্রকাশের পরপরই শুরু হয় দেশব্যাপী আলোচনা-সমালোচনা। এদিকে সংবাদটি দৃষ্টিগোচর হলে যথারীতি নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আজ (১৭ সেপ্টেম্বর) চবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক এ নিয়োগ বাতিল করা হয়।

এ বিষয়ে চবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি আছমা আক্তার কালবেলাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগের পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ শিক্ষককে চবির পরীক্ষা কমিটিতে রাখা অযৌক্তিক, নীতি-নৈতিকতা বিরুদ্ধ ও অপরাধকে প্রশ্রয় দেওয়ার শামিল। এজন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের পরীক্ষা কমিটি থেকে ওনার নিয়োগ বাতিল করেছে বলে আমি মনে করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি

ধারাবাহিকের মূল ভূমিকায় হেদায়েত উল্লাহ তুর্কী 

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

খতমে নবুওয়তের চেতনায় সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাক কালবেলা : মুহিউদ্দীন রাব্বানী

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন করবেন যেভাবে

চট্টগ্রামে আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, ২৫ শ্রমিককে উদ্ধার

চীনে ৩০ পাদরি গ্রেপ্তার, বড় অভিযানের আশঙ্কা

মোস্তারির অর্ধশতকে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

‘ভর্তির পরে সবার বিয়ে হয়ে গেছে, তাই কেউ পাস করেনি’

সর্বপ্রথম কোথায় আজান হয়েছিল, কার কণ্ঠে?

১০

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ মসৃণ হবে : মির্জা ফখরুল

১১

রাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর

১২

যমুনা ঘেরাও কর্মসূচি স্থগিত, আন্দোলনরত শিক্ষকদের বড় কর্মসূচি ঘোষণা

১৩

গাজায় সৈন্য পাঠাতে যাচ্ছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া!

১৪

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

১৫

‘ইলেকশন ইন ফেব্রুয়ারি’ স্লোগানে ঢাবিতে ছাত্রদলের মিছিল 

১৬

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

১৭

নেসলের ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

১৮

বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

১৯

রাকসু নির্বাচনের ভোট গণনা শুরু

২০
X