রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রাবি ছাত্রলীগের ২৬তম সম্মেলন শুরু

রাবি ছাত্রলীগ সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা
রাবি ছাত্রলীগ সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। ছবি : কালবেলা

দীর্ঘ প্রায় সাত বছর পর আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সম্মেলন শুরু হওয়ার কথা থাকলও বৃষ্টির কারণে তিন ঘণ্টা বিলম্বে দুপুর ১টায় সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এদিকে উদ্বোধনের আগে থেকে মিছিল নিয়ে মাঠে আসতে শুরু করে নেতাকর্মীরা।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, প্রধান অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত আছেন। সম্মানিত অতিথি হিসেবে আছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আনিকা ফারিহা জামান।

সকাল থেকে সরেজমিন দেখা গেছে, সমাবেশস্থল ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ চত্বর পদপ্রত্যাশী নেতাদের ফেস্টুন, ব্যানার ও সাইনবোর্ডে ছেয়ে গেছে। সাবাশ বাংলাদেশ মাঠে তৈরি করা হয়েছে মঞ্চ। মঞ্চের সামনে মাঠে সারি সারি রাখা হয়েছে চেয়ার। সকাল আটটা থেকেই ছাত্রলীগের হল ইউনিট, পদপ্রত্যাশী ও তাদের সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন তারা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে দেখা গেছে।

সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী ওই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ১১ ডিসেম্বর। এরপর গত বছরের ২৫ অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ নভেম্বর শাখা ছাত্রলীগের সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করা হয়। কিন্তু পরে সেই সম্মেলন স্থগিত করা হয়। ওই সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন ৯৪ জন পদপ্রত্যাশী। পরে চলতি বছরের ৮ সেপ্টেম্বর আজকের দিনকে সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে প্রসূতি ও নবজাতক সেবা চালু করল আইওএম

আ.লীগ নেতা লোকমান হোসেন ডাকুয়া গ্রেপ্তার 

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

ক্রিকেটের যে নিয়ম পরিবর্তন করতে চান শচীন

ডাকসু নির্বাচন / শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদলের প্রচারণা শুরু

দলীয় পদ স্থগিতের বিষয়ে যা বললেন ফজলুর রহমান

যুবলীগ নেতাসহ সাবেক যুগ্ম সচিব সিরাজুল কারাগারে 

আড়াই বছর পর বেনাপোল বন্দরে পেঁয়াজ আমদানি

এশিয়ান কাপের আগে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলবে ঋতুপর্ণারা

যে ৪ ধরনের মানুষের জন্য চিয়া সিড বিপজ্জনক

১০

কার্যকর হচ্ছে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক, মহাবিপদে ভারত

১১

পুলিশ ক্যাম্পে হামলাকারীদের ধরতে অ্যাকশনে যৌথবাহিনী

১২

ডাকসুর নারী প্রার্থীদের নিয়ে সাইবার বুলিং, যা বলছেন আলেমরা

১৩

ফেসবুকে ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’ লিখে বিদেশে পাড়ি, দুদিন পর মৃত্যু

১৪

ছাত্রদল নেতাকে চ্যাংদোলা করে থানায় নিয়ে হেনস্তা

১৫

গাজায় গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরান-সৌদির

১৬

১০২ বছর বয়সে পর্বত জয়, বিশ্বরেকর্ড গড়লেন বৃদ্ধ

১৭

৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ

১৮

রুমিন ফারহানা ইস্যুতে যে আহ্বান জানালেন হাসনাত

১৯

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

২০
X