চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৬

চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা
চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত শাহ আমানত হল ও শাহ জালাল হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সংঘর্ষে জড়িত শাখা ছাত্রলীগের দুটি পক্ষের নাম ‘সিএফসি’ ও ‘সিক্সটি নাইন’। সিএফসির কর্মীরা শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী এবং সিক্সটি নাইনের কর্মীরা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী।

শাখা ছাত্রলীগের সহসভাপতি ও সিএফসির নেতা শরীফ উদ্দিন বলেন, বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষার্থী ও সিক্সটি নাইনের অনুসারী আকিব জাবেদ নেশা করে আমাদের শাহ আমানত হলের সামনে এসে আমাদের নেতা শিক্ষা উপমন্ত্রী নওফেল ভাইয়ের নামে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন আমাদের ছোট ভাইরা তাকে এসব করতে নিষেধ করলে তিনি তাদের সঙ্গে মাতলামি শুরু করেন। এরপর কথাকাটাকাটির জের ধরে ঘটনা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আমাদের পাঁচ-ছয়জন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে দুজনকে দ্রুত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে।

অন্যদিকে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইনের নেতা সম্রাট বলেন, আমাদের একটা ছেলে ওদের হলের সামনে দিয়ে আসলে ওদের (সিএফসি) কয়েকটা ছেলে মিলে ওকে উত্যক্ত করতে থাকে। এর মধ্যে ছিল শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক রমজান। পরে আমাদের জুনিয়রটা ওদের প্রতিবাদ করলে তারা তাকে মারধর করে এবং হেলমেট পরে অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত আমাদের দুজনকে চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, শাখা ছাত্রলীগের দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাটহাজারী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করেছি।

চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডাক্তার মো. আবু তৈয়ব বলেন, আমাদের মেডিকেল সেন্টারে ছয়জন চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৭ কোটি টাকার ঋণ খেলাপী / আসিফ এপারেলসের এমডিসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শহীদ আলভীর অসুস্থ পিতার পাশে আমিনুল হক

বুজতেছি না এ সরকার কি আমাদের, নাকি কাদের: ইব্রাহীম

কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত : ডা. ইরান

শিল্পকলা একাডেমিতে শুরু মঞ্চ ও পোশাক কর্মশালা

এবার চতুর্থ সারির ক্লাবের কাছে হেরে ম্যানইউর বিদায়

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেলো ৩ ইউনিয়নের মানুষ

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

১০

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

১১

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

১২

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

১৩

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

১৪

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

১৫

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

১৬

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

১৭

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

১৮

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

১৯

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

২০
X