বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জাবিতে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা, নেপথ্যে ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডুর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রভোস্টের অফিসে তালা দেয় শিক্ষার্থীরা। পরে বুধবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হল পরিদর্শনে গেলে তালা খুলে দেয় শিক্ষার্থীরা। তবে এ ঘটনাকে হল প্রভোস্ট ও ছাত্রলীগের মধ্যে দ্বন্দ্বের ফলাফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে হলের অভ্যন্তরে শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থায় ফিল্টার স্থাপন, লাইব্রেরির আধুনিকায়ন, ডাইনিং-ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন, গেস্টরুম, ওয়াশরুম ও হলে প্রবেশের রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসলেও প্রভোস্ট তা বাস্তবায়ন করছেন না। এ ছাড়া প্রভোস্ট নিয়মিত হলে আসেন না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

তবে হল প্রশাসন ও ছাত্রলীগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ের দাবি-দাওয়া না মানায় প্রভোস্টের সঙ্গে হল ছাত্রলীগের সম্পর্কের টানাপড়েন চলছে। সম্প্রতি হল সংলগ্ন কয়েকটি নতুন দোকান বরাদ্দে হল ছাত্রলীগ তাদের দাবি-দাওয়া পেশ করলেও প্রভোস্ট তা মেনে নেননি। গত সপ্তাহে হলের দুটি পদে একজন ক্লিনার ও একজন সুইপার নিয়োগের সাকুর্লার প্রকাশিত হয়। আবার পিয়ন ও মালি পদে দুজনকে নিয়োগের চাহিদা পাঠানো হয়েছে। এসব নিয়োগে ছাত্রলীগের নেতাকর্মী ও কর্মচারীদের একাংশকে আর্থিক সুবিধা দিতে রাজি না হওয়ায় প্রভোস্টকে চাপে রাখতে সাধারণ শিক্ষার্থীদের দ্বারা মানববন্ধন করিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সম্প্রতি হলে অবস্থানরত ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল ত্যাগের নোটিশ দেওয়ায় সাধারণ শিক্ষার্থীরাও প্রভোস্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

ছাত্রলীগের হল ইউনিট ও হল প্রশাসনের একটি সূত্র বলছে, শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আরাফাত ইসলাম বিজয় এবং সহসভাপতি রাতুল রায় ধ্রুব হলে ক্লিনার পদে নিয়োগের জন্য একজনের সঙ্গে ১৪ লাখ টাকার চুক্তি করেছেন। আর রাঙামাটি এলাকার দুই লোককে মালি এবং পিয়ন পদে নিয়োগ দিতে ১৫ লাখ টাকার চুক্তি হয়েছে।

হলের একটি সূত্র বলছে, নিয়োগ পাওয়ার জন্য আরাফাত ইসলাম বিজয়ের সঙ্গে দেখা করতে ইতোমধ্যে কয়েকবার হলেও এসেছে চাকরিপ্রার্থীদের অভিভাবকরা। তবে, হল প্রভোস্ট তার গৃহকর্মীকে ক্লিনার পদে নিয়োগ দিতে চাওয়ায় ছাত্রলীগের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে পারছে না। এ নিয়ে প্রভোস্টের সাথে ছাত্রলীগের কিছুটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে। এ ছাড়া হলের সামনের খাবারের দোকান স্থাপনের ভাগ-বাটোয়ারা নিয়েও ছাত্রলীগের সঙ্গে দ্বন্দ্ব আছে বলে গুঞ্জন শোনা গেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে যুগ্ম সম্পাদক আরাফাত ইসলাম বিজয় বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়াকে নস্যাৎ করে দিতে একটা পক্ষ এসব কথা ছড়াচ্ছে। যারা এসব নোংরা রাজনীতি যারা করছে তাদের প্রতি ওপেন চ্যালেঞ্জ। তারা আমাদের সামনে এসে এসব কথা বলুক। নিয়োগসংক্রান্ত এ বিষয়গুলো আমাদের সঙ্গে কারো কোনো কথা হয়নি। প্রভোস্ট স্যারকে বারবার বলার পরও কোনো কাজ করেন না। হলের সামনের রাস্তা এতবার বলার পরও ঠিক করছে না।

সহসভাপতি রাতুল রায় ধ্রুব বলেন, এসব কথা যারা বলছে তারা সামনা সামনি এসে কথা বলুক। আমাদের নিজেদের সৎ সাহস আছে বলেই আমরা বিষয়গুলো সরাসরি ফেস করছি। আমরা কখনোই এ ধরনের কোনো ঘটনায় জড়িত ছিলাম না। হলের শিক্ষার্থীদের দাবি-দাওয়ার সঙ্গে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে দাঁড়িয়েছি বলেই এখন আমাদের বিরুদ্ধে এসব কথা ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে প্রভোস্ট অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, ‘শিক্ষার্থীদের দাবি দাওয়াকে ফেলে দেওয়া যায় না। আমি এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলেছি। উপাচার্য প্রকৌশল অফিসকে ইতোমধ্যে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। দু’তিন দিনের মধ্যে হল গেটের সামনের কাজ শুরু হবে। এতদিন পর্যাপ্ত বরাদ্দ না দেওয়ায় কোনো কাজ করতে পারিনি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আমি হলে গিয়েছিলাম। তাদের সঙ্গে কথা হয়েছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

১১

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

১৩

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১৪

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১৫

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

১৬

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

১৭

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

১৮

হিসাব মহানিয়ন্ত্রকের নামে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

১৯

ভারত-পাকিস্তান ম্যাচের প্রচারণার ভিডিওতে থাকায় বিপাকে শেবাগ

২০
X